প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনায় যুক্ত হয়েছেন ৬০ লক্ষ : রাষ্ট্রপতি

বাংলাহান্ট ডেস্কঃ ৬০ বছরের পরে কর্ম জীবনের ইতি টেনে অবসরে অর্থনৈতিক সুরক্ষা পেতে অনেকেই পেনশন স্কিমের সাথে যুক্ত হন অনেকেই। কিন্তু অসংগঠিত ক্ষেত্রের কর্মী ও ছোট ব্যবসায়ীরা এই সুযোগ থেকে বঞ্চিত। তাদের জন্য কেন্দ্রীয় সরকার ধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা প্রকল্পে এই সব অর্থনৈতিক ক্ষেত্রে পিছিয়ে পড়া মানুষদের পেনশন স্কিমের সুযোগ করে দিয়েছে।

pradhanmantri shramyogi yojana

শুক্রবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ জানান যে, প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা প্রকল্পে প্রায় প্রায় ৬০ লক্ষ অসংগঠিত ক্ষেত্রের কর্মী ও ছোট ব্যবসায়ীরা যুক্ত হয়েছেন । এই প্রকল্পে প্রতি মাসে ৩০০০ টাকা করে পেনশন পাবে । রাষ্ট্রপতি এদিন জানান, এদেশের কৃষক, কৃষি শ্রমিক, অসংগঠিত শ্রমিক ও ছোট ব্যবসায়ীরা এমন একটি পেনশন চান, যা তাঁদের বৃদ্ধ বয়সে নিরাপত্তা সুনিশ্চিত করবে।

২০১৯-২০ অর্থবর্ষের অন্তর্বর্তী বাজেট পেশ করার সময় এই প্রকল্পের উদ্বোধন করে কেন্দ্রীয় সরকার। একই সাথে সরকার জানিয়েছে যে সরকারের প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা স্কিম যে অসংগঠিত ক্ষেত্রের কর্মী ও ছোট ব্যবসায়ীদের  স্বপ্ন সফল করেছে তা নয়, তাঁদেরকে ৬০ লক্ষ টাকারও সুবিধাও দিচ্ছে।

হকার, রিক্সা চালক, নির্মাণকর্মী, কাগজ কুড়ানি, বিড়ি শ্রমিক থেকে শুরু করে সমস্ত অসংগঠিত ক্ষেত্রের কর্মীরা ১৮ বছর বয়স হলেই যোগ দিতে পারবেন। ১৮ বছর পার অর্থাৎ সাবালক হলেই মাসে ৫৫ টাকা প্রিমিয়াম দিতে হবে ৬০ বছর পর্যন্ত। ৬০ বছর বয়সের পর সংশ্লিষ্ট ব্যক্তি মাসে ৩,০০০ টাকা করে পেনশন পাবেন।

 

সম্পর্কিত খবর