মুখোমুখি সংঘর্ষ বাস ও পণ্যবাহী গাড়ির, পুড়ে মৃত অন্তত ৭

বাংলাহান্ট ডেস্ক : ভয়াবহ সড়ক দুর্ঘটনার সাক্ষী থাকল কর্ণাটক। একটি বাস ও একটি পণ্যবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে জীবন্ত দগ্ধ হয়ে মৃত অন্তত সাতজন। আহত হয়েছেন আরও ১৬। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর।

জানা গিয়েছে, শুক্রবার এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে কর্ণাটকের কালবুর্গি জেলার কমলাপুরে। বাসটি গোয়া থেকে হায়দরাবাদ যাচ্ছিল। মাঝপথে একটি পণ্যবাহী গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ থেকে নিচে পড়ে যায় সেটি। ধাক্কার চোটে বাসটির জ্বলানির ট্যাঙ্ক ফুটো হয়ে যায়। তারপরই দাউদাউ করে জ্বলে উঠে আগুন। সেই আগুনে পুড়ে মৃত্যু হয় সাতজনের। অন্তত ১৬ জন যাত্রী আহত হয়েছেন বলে খবর। তাঁদের কালবুর্গির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কালবুর্গির পুলিশ সুপার ইশা পন্থ জানিয়েছেন মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা খুবই সংজটজনক।

জানা গিয়েছে, বেসরকারি বাসটি গোয়ার ‘অরেঞ্জ’ নামের একটি সংস্থার। দুর্ঘটনার সময় বাসটিতে মোট ৩৫ জনেরও বেশি যাত্রী উপস্থিত ছিলেন। সংঘর্ষের পরপরই বাসটিতে দাউদাউ করে আগুন ধরে যাওয়ায় স্থানীয়রা বাসটির কাছে যেতেই পারেননি। তাঁরা সত্ত্বর পুলিশ ও দমকল বিভাগে খবর দেয়। পুলিশ ও দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণের মধ্যে সাতজন যাত্রী প্রাণ হারিয়েছেন। বাসটিও পুড়ে ছাই হয়ে গিয়েছে বলেই খবরে প্রকাশ।

গত মার্চ মাসেও কর্ণাটকের টুমকুর জেলার পাভাগাদা এলাকায় একটি বাস দুর্ঘটনা হয়। ওই ঘটনায় প্রাণ হারান ৮ জন। মৃতদের মধ্যে দু’জন পড়ুয়াও ছিল বলে জানা যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করছিল বাসটি। দ্রুত গতিতে চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। যার জেরে যাত্রী-সহ রাস্তার ধারে উলটে যায় বাসটি এবং ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর