তিরুপতি মন্দিরে গত ২ মাসে আক্রান্ত ৭৪৩ কর্মী, মৃত ৩

বাংলাহান্ট ডেস্কঃ ভারতের (india) অন্যতম প্রসিদ্ধ মন্দির তিরুপতি (tirupati)৷ ১১ জুন মন্দির খোলার পর থেকে এখনো পর্যন্ত সেখানে করোনা আক্রান্ত হয়েছে ৭৪৩ জন কর্মচারী। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৩ জনের। অবিবেচকের মত মন্দির খোলা রাখার সিদ্ধান্ত নিয়ে অনেকে সরব হলেও মন্দির কর্তৃপক্ষের বক্তব্য, শুধু তিরুপতি নয় গোটা অন্ধ্রপ্রদেশ জুড়েই বাড়ছে সংক্রমণ।

Venkateswara Temple Tirupati Mandir

করোনা পরিস্থিতিতে ২৪ জুন লকডাউন ঘোষনার পর থেকে সাময়িক ভাবে বন্ধ ছিল তিরুপতি। আনলক পর্বে ১১ জুন ফের খুলে দেওয়া হয় মন্দির। প্রথম দিকে মন্দির কর্তৃপক্ষ এর এই সিদ্ধান্ত নিয়ে তারিফ হলেও। পরবর্তীতে হু হু করে বাড়তে থাকে করোনা আক্রান্তের সংখ্যা। এই মুহুর্তে তা পৌঁছে গেছে ৭৪৩ জনে।

ভাইরাস সংক্রমণ বাড়লে জনগনের কোপের মুখে পড়ে মন্দির কর্তৃপক্ষ। যদিও মন্দির বন্ধ করা হয় নি। মন্দিরের তরফ থেকে জানানো হয়েছে তিরুপতির ৩ টি গেস্ট হাউসকেই কোভিড সেন্টারে রূপান্তরিত করা হয়েছে। সেখানে যথেষ্ট স্বাচ্ছন্দ্য ও চিকিৎসা সুবিধা পাচ্ছেন আক্রান্তরা।

অন্ধ্রপ্রদেশ  রাজ্যের  চিত্তুর জেলার  অন্তর্গত  তিরুপতির  তিরুমালা  শৈলশহরে অবস্থিত একটি অন্যতম প্রধান  বিষ্ণু  মন্দির। এই মন্দিরের প্রধান উপাস্য দেবতা হলেন  হিন্দু দেবতা  বিষ্ণুর  অবতার  বেঙ্কটেশ্বর। তিরুমালা বেঙ্কটেশ্বর মন্দির তিরুপতি মন্দির, তিরুমালা মন্দির ও তিরুপতি বালাজি মন্দির নামেও পরিচিত।

হিন্দু বিশ্বাস অনুসারে,  কলিযুগের দুঃখ ও যন্ত্রণা থেকে মানব সমাজকে ত্রাণ করতে বিষ্ণু তিরুমালায় ‘বেঙ্কটেশ্বর’ রূপে অবতীর্ণ হয়েছেন। এই জন্য এই মন্দিরটিকে ‘কলিযুগ বৈকুণ্ঠম্‌’ বলা হয় এবং বেঙ্কটেশ্বরকে বলা হয় ‘কলিযুগ প্রত্যক্ষ দৈবতম্‌’ (কলিযুগের প্রত্যক্ষ দেবতা)। coronaেশ্বর ‘বালাজি’, ‘গোবিন্দ’ ও ‘শ্রীনিবাস’ নামেও পরিচিত।

 

সম্পর্কিত খবর