দাম মাত্র ৭০০০ টাকা! ৮ জিবি র‍্যামের ফোন এনেই বাজারে কিস্তিমাত এই সংস্থার

বাংলাহান্ট ডেস্ক : ভারতের স্মার্টফোন (Smartphone) বাজারে বেশ কিছু চিনা সংস্থা বর্তমানে জনপ্রিয়। পাশাপাশি কম দামে স্মার্টফোন তৈরির জন্য আইটেল মোবাইল সংস্থাটিও ধীরে ধীরে ভারতের বাজার দখল করছে। চিনা এই সংস্থার স্মার্ট ফোনগুলি ১০ হাজার টাকার নিচেই পাওয়া যায় ভারতে। গত মার্চ মাসে ভারতের বাজারে লঞ্চ হয় আইটেল এ৬০।

সূত্রের খবর এবার তারা এই ভার্সনটির আপগ্রেটেড মডেল আইটেল এ৬০এস বাজারে আনতে চলেছে। জানা যাচ্ছে এই মডেলটির দাম সাত হাজার টাকারও কম হতে পারে। সব থেকে বড় কথা এই ফোনে থাকতে চলেছে ৮ জিবির RAM। ৪ জিবি ইনবিল্ট ও বাকি ৪ জিবি এক্সপেন্ডেবল। জনপ্রিয় ই-কমার্স সংস্থা অ্যামাজনে পাওয়া যাবে এই মডেলটি। Amazon এর ওয়েবসাইটে বলা হয়েছে এই মডেলটিতে থাকবে ৮ জিবি র‍্যাম।

চার জিবি ফিজিক্যাল RAM এর পাশাপাশি চার জিবি ভার্চুয়াল র‍্যাম এই ফোনে দেওয়া হবে। ৪ জিবি RAM বাড়ানো যাবে memory fusion এর সাহায্যে। এত কম দামে ৮ জিবি RAM বৈশিষ্ট্যের ফোন এর আগে ভারতের বাজারে আসেনি। তাই স্বাভাবিকভাবেই গ্যাজেটপ্রেমীরা এই ফোনের লঞ্চের দিকে মুখিয়ে রয়েছে।

আইটেল এ৬০এস ফোনের ছবিতে দেখা যাচ্ছে এতে ডুয়াল রেয়ার ক্যামেরা রয়েছে। এলইডি ফ্ল্যাশ এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও থাকবে আইটেল এর এই ফোনে। এই ফোনের স্টোরেজ ক্যাপাসিটি হতে পারে ৬৪ জিবি। এছাড়াও ১২৮ জিবি স্টোরেজের একটি মডেলও লঞ্চ হতে পারে। মডেলটি Shadow Black, Sunshine Gold, Moonlit Violet, Glacier Green- এই রংগুলিতে উপলব্ধ হবে।

itel a60s 101363270

আইটেল এ৬০এস – এ ৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে। অক্টা-কোর প্রসেসরও এই ফোনে থাকার সম্ভাবনা রয়েছে। ফোনটি কবে ভারতের বাজারে লঞ্চ হবে সেই বিষয়ে এখনও কোম্পানির পক্ষ থেকে কিছু জানানো হয়নি। আগামী ১৫ই জুলাই শুরু হবে অ্যামাজনের প্রাইম ডে সেল। ১৬ই জুলাই পর্যন্ত এই সেল চলবে। ধারণা করা হচ্ছে এই সময়ে আইটেল অ্যামাজনে এই ফোনটি লঞ্চ করতে পারে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর