‘ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর বিপর্যয়’, মণিপুরে ভূমিধসের জেরে মৃত ৮১, আটক ৫৫

বাংলা হান্ট ডেস্কঃ ‘মণিপুরের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর বিপর্যয়’, বর্তমানে রাজ্যে ধসের ভয়াবহ রূপ দেখে ঠিক এহেন ভাষায় আখ্যা দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী আর এই ভয়ঙ্কর ধসের জেরেই বর্তমান সময়ে দাঁড়িয়ে ৮১ জনের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ বহু। তবে মৃতের সংখ্যা যে আরো বাড়তে পারে, সেই সম্ভাবনা আরো প্রকট হয়ে উঠছে। ভয়াবহ ভূমিধসের পর গতকাল ঘটনাস্থলে হাজির হয়ে সেই আশঙ্কার কথাই প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং।

গত বুধবার ভূমিধসের কারণে কাদামাটির নিচে বহু মানুষ চাপা পড়ে যান এবং পরবর্তীতে সেখান থেকে তাদেরকে বাঁচানো আর সম্ভব হয়নি। এখনো পর্যন্ত সেই কাদামাটির নীচে আরও অনেকে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, বিগত বেশ কয়েকদিন ধরে প্রবল বৃষ্টি হয়ে চলেছে মণিপুরে আর সেই কারণে গত বুধবার ভয়াবহ ভূমিধস হয় ননে জেলার টুপুল রেলইয়ার্ডে। সূত্র মারফত জানা গিয়েছে যে, ধসের সময়কালে সেখানে কর্মরত ছিলেন সেনা জওয়ান থেকে শুরু করে বহু শ্রমিক আর দুর্যোগ নামতেই ঘটে যায় বিপত্তি!

ভেসে আসা কাদামাটির নিচে চাপা পড়ে যায় বহু মানুষ। এমনকি ধস সেখানে উপস্থিত ঘরবাড়িগুলিকেও ভাসিয়ে নিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে একের পর এক মৃতদেহ উদ্ধার করা হয়। গতকাল দুর্ঘটনাস্থলে হাজির হয়ে মুখ্যমন্ত্রী জানান, “এটা আমাদের রাজ্যের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর বিপর্যয়। এই ঘটনায় ৮১ জন মৃত্যু হয়েছে। এর মধ্যে বহু শ্রমিক সহ সেনা জওয়ানের মৃতদেহ রয়েছে। এখনো পর্যন্ত ৫৫ জন মানুষ আটকে রয়েছে।  তবে লাগাতার দুর্যোগের কারণে তাদের উদ্ধার করতে অনেকটা সময় লেগে যেতে পারে।”

মুখ্যমন্ত্রীর দাবি, “বর্তমানে কেন্দ্র সেনা জওয়ান থেকে শুরু করে এনডিআরএফকে পাঠিয়েছে। তবে বৃষ্টির পরিমাণ অধিক হওয়ার কারণে এখনো পর্যন্ত উদ্ধারকার্য শেষ করা সম্ভব হয়নি। কাদা মাটির নীচে অনেকে আটকে থাকলেও তাদেরকে উদ্ধার করতে দুই থেকে তিন দিন সময় লেগে যেতে পারে।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর