একসঙ্গে উদ্বোধন হবে ৯ টি মেডিকেল কলেজের, নয়া রেকর্ড গড়ার পথে উত্তরপ্রদেশ

বাংলাহান্ট ডেস্কঃ গড়তে চলেছে এক নতুন ইতিহাস। ভগবান বুদ্ধের খেলার মাঠ সিদ্ধার্থনগর থেকে উত্তরপ্রদেশে (uttarPradesh) নয়টি নতুন মেডিকেল কলেজের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

উত্তরপ্রদেশেই দেশের প্রথম রাজ্য যেখানে একদিনেই তিন হাজারেরও বেশি শয্যার হাসপাতাল এবং এমবিবিএসের নয় শতাধিক আসন সরবরাহ হতে চলেছে। মুখ্যমন্ত্রীর যোগী আদিত্যনাথের প্রচেষ্টার দ্বারা এমনটা সম্ভব হয়েছে। এর ফলে সেখানকার চিকিৎসা ব্যবস্থায় বড় পরিবর্তন আসতে চলেছে।

From the States

মুখ্যমন্ত্রীর যোগী আদিত্যনাথ রাজ্যের ৭৫ টি জেলায় মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার জন্য একাধিকবার প্রস্তাব করেছিলেন। ২০১৭ সালে রাজ্যে আগে একডজন মেডিকেল কলেজ ছিল। আর মাত্র সাড়ে ৪ বছরে সেই পরিভাষা অনেকটাই বদলে গিয়েছে।

২৫ শে অক্টোবর অর্থাৎ আজই সিদ্ধার্থনগর, দেওরিয়া, ইটা, হারদোই, গাজীপুর, মির্জাপুর, প্রতাপগড়, ফতেহপুর এবং জৌনপুরের সরকারি মেডিকেল কলেজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যার ফলে চিকিৎসা খাতে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে।

এই সমস্ত মেডিকেল কলেজগুলিতে ৩০০ বা তার বেশি শয্যা থাকবে এবং সেইসঙ্গে NEET-র জন্য ১০০-১০০ আসনে ভর্তি শুরু হবে। যার ফলে পিছিয়ে পড়া জেলাগুলোতে চিকিৎসা ব্যবস্থা আরও সুদৃঢ় হবে। উন্নত হবে চিকিৎসাব্যবস্থাও।

এই মেডিকেল কলেজ উদ্বোধনের জন্য সকাল সাড়ে দশটায় সিদ্ধার্থনগরে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর দুপুর ১ টা বেজে ১৫ মিনিট নাগাদ বারাণসীতে চালু করবেন আত্মনির্ভর স্বাস্থ্য ভারত যোজনা। সেইসঙ্গে ৫২০০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন বারাণসীতে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর