মেদিনীপুরে কি বাম উত্থান? TMC-BJP ছেড়ে ৯২০ পরিবারের CPM-এ যোগ! খুশির হাওয়া আলিমুদ্দিনে

বাংলা হান্ট ডেস্ক : অদ্ভুত কাণ্ড! ১৯৭৭ সাল থেকে টানা ৩৪ বছর বাংলা শাসন করেছে বাম। অথচ ২০১১ সালে অবসানের মাত্র ১০ বছরের মধ্যেই বিধানসভা থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে বামেরা। মার্কশিটে উঠেছিল শূণ্য। সংগঠনেরও হাল আরও খারাপ। অপরদিকে বাংলা ছেড়ে এখন ভিন রাজ্যেও নজর দিয়েছে তৃণমূল (Trinamool Congress)। প্রধান বিরোধী হিসেবে বাংলা কাঁপাচ্ছে বিজেপিও (BJP)কিন্তু এরই মধ্যে তৃণমূল ও বিজেপি থেকে বামশিবিরে যোগ দিল ৯২০ টি পরিবার। এই ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের (Purba Medinipore) রামনগর-২ ব্লকের কালিন্দীতে।

এদিন বামেদের আয়োজন করা এক সমাবেশে তৃণমূল ও বিজেপি ছেড়ে ৯২০টি পরিবার সুজন চক্রবর্তীর হাত ধরে সিপিএমে যোগদান করল। এই উপলক্ষে সোমবার কালিন্দীতে এক সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ মঞ্চ থেকেই নবাগত পরিবারগুলিরহাতে দলীয় পতাকা তুলে দেয় সিপিএম নেতৃত্ব। এই সমাবেশে বক্তব্য রাখেন সিপিএমের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য সুজন চক্রবর্তী, জেলা সম্পাদক নিরঞ্জন সিহি,যুব নেতা বিশিষ্ট আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়, ইব্রাহিম আলি, আশিস প্রামাণিক, ফারুক আলি প্রমুখ।

তৃণমূল থেকে উল্লেখযোগ্য নেতৃত্ব হিসেবে এদিন সিপিএমের যোগদান করেন শেখ ওয়াহের মহম্মদ, ফারুক আলি, শঙ্কর জানা, যুব তৃণমূল নেতা ইরফান হোসেন,হারাধন মণ্ডল, শেখ সাহাবুদ্দিন প্রমুখ। এদিন বক্তব্য রাখতে গিয়ে তাঁরা বলেন, ‘তৃণমূল একটি দুর্নীতিগ্রস্ত সুবিধাবাদী রাজনৈতিক দল। দিনে-দিনে রাজ্যের গণতন্ত্রকে শেষ করে দিচ্ছে। রাজ্যজুড়ে শিক্ষক নিয়োগের নামে শুধু দুর্নীতি, উন্নয়নের নামে জেলাজুড়ে তোলাবাজি করা হচ্ছে।’ একের পর এক দুর্নীতির ঘটনার জেরে তাঁরা দল পরিবর্তন করতে বাধ্য হলেন বলে জানান দলত্যাগীরা।

cpm

যুব বাম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এখনও সময় আছে শুধরে যান, শুধরে গিয়ে রামনগরের কালিন্দীর মত সারা রাজ্যে তৃণমূল ও বিজেপি ছেড়ে লাল ঝান্ডার তলায় আশ্রয় নিতে শুরু করুন। তা না হলে এমন একদিন আসবে যে তৃণমূল কর্মী-সমর্থকদের পোস্টার ঝুলিয়ে বাঁচার জন্য বলতে হবে আমি তৃণমূল করি না।’

এদিকে সুজন চক্রবর্তী বলেন, ‘এ রাজ্যের সৈকত কেন্দ্র দিঘা-শংকরপুর-মন্দারমণি-তাজপুর জুড়ে তৃণমূল অধুনা বিজেপি তোলাবাজি চালাচ্ছে। তৃণমূল নেতাদের বাড়িতে হানা দিচ্ছে ইডি, সিবিআই। তদন্তকারী সংস্থা না পারলে আগামিদিনে রামনগর-সহ কাঁথির মানুষ তৃণমূল নেতাদের বেআইনি সম্পত্তি বাজেয়াপ্ত করবে।’ সিপিএমের ভাঙনের দিনে ৯২০ পরিবারের যোগদান পঞ্চায়েত নির্বাচনের আগে আলিমুদ্দিনকে অক্সিজেন যোগাবে বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর