স্মিথ টেষ্টে সেরা হলেও, বর্তমান ক্রিকেটের সেরা ব্যাটসম্যান হলেন বিরাট কোহলি: শেন ওয়ার্ন।

গত বছর অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান স্টিভ স্মিথ দক্ষিণ আফ্রিকা সাথে টেস্ট ম্যাচ চলাকালীন বল বিকৃত করার জন্য এক বছরের জন্য নির্বাসিত হয়েছিলেন। আর এই নির্বাসন কাটিয়ে উনি টেষ্ট ম্যাচে ফিরলেন অ্যাশেজ সিরিজে। কিন্তু দীর্ঘ এক বছর পর প্রত্যাবর্তন করেও উনার ব্যাটিং ফর্মে কোনো রকম ঘাটতি দেখা যায়নি বরং আরো ধারালো হয়েছে স্মিথের ব্যাটিং। সেটাই আসন্ন অ্যাশেজ সিরিজে উনি বুঝিয়ে দিলেন। সকলকে তাক লাগিয়ে দিয়ে চলতি অ্যাশেজ সিরিজে ইতিমধ্যে করে ফেলেছেন 589 রান সঙ্গে 147.25 গড়।

এই অ্যাশেজ সিরিজে স্মিথ শুধু এত রানই করেননি। করেছেন শতরান সেই সাথে চতুর্থ টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে করেছেন একটি দ্বিশতরান। আর অ্যাশেজ সিরিজে এত সুন্দর ব্যাটিং পারফরম্যান্স এর পরে স্মিথ ফের টেস্ট র্যাঙ্কিংয়ে এক নম্বর স্থান দখল করলেন। এর ফলে বিরাট কোহলি চলে গেলেন দুই নম্বরে। কিন্তু কে বিশ্বের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি না স্টিভ স্মিথ? এই নিয়ে চলছে ক্রিকেট মহলে জোর তর্ক।

573653 kohli warne

আর এবার এই তর্কে শামিল হলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন। উনি বলেন যে বিরাট কোহলি এবং স্মিথ এর মধ্যে কে সেরা টেস্ট ব্যাটসম্যান এটা যদি বেছে নিতে হয় তবে আমার মতে বিরাটের থেকে একটু হলেও এগিয়ে রয়েছে স্মিথ। আর যদি আমার মত ভুল হয় অর্থাৎ বিরাট কোহলি কেও যদি বিশ্বের সেরা টেস্ট ব্যাটসম্যান হিসেবে বেছে নেওয়া হয় তাতেও আমার কোনরকম দুঃখ নেই, কারন বিরাট কোহলিও একজন কিংবদন্তি ব্যাটসম্যান। অপরদিকে তিনি জানান যদি টেস্ট ছাড়া অন্য ফর্মেটের কথায় আসা যায় তাহলে নিঃসন্দেহে কোন রকম বিতর্কে না গিয়ে বলা যায় বিরাট কোহলি হলেন বর্তমান ক্রিকেটের সবথেকে সেরা ব্যাটসম্যান। উনি বলেন বিরাট কোহলি এত প্রতিভাবান ব্যাটসম্যান যে এই মুহূর্তে ওয়ানডে ক্রিকেটে উনি কিংবদন্তি ভিভ রিচার্ডসন কেও হার মানিয়ে দিয়েছেন ওনার ব্যাটিং প্রতিভা দিয়ে।

সেই সাথে বিরাটের ব্যাটিং প্রশংসা করে শেন ওয়ার্ন বলেন যে বর্তমান ক্রিকেটে বিরাট কোহলি এমন একজন ব্যাটসম্যান যিনি পরিস্থিতি সামলে নিয়ে নিজের মত করে খেলা পরিচালনা করেন, অর্থাৎ নিজের ব্যাটিং নিয়ে নিজে ভালভাবেই জানেন যে তিনি কখন কোন পরিস্থিতি কেমন ব্যাট করতে পারবেন। এর সাথে এটাও মনে করিয়ে দেন যে একসময় সবাই ভাবতো শচীনের 100 টি সেঞ্চুরী করার রেকর্ড হয়তো কেউ ভাঙতে পারবেন না কিন্তু বিরাট কোহলি যেভাবে পার্কে বেড়াতে যাওয়ার মতো কোনো চাপ না নিয়ে একের পর এক ম্যাচে সেঞ্চুরি করে চলেছেন তাতে শচীনের এই রেকর্ডটি আর বেশিদিন অক্ষত থাকবে বলে তিনি মনে করেন না। অর্থাৎ বিরাট কোহলি যে শচীনের 100 টি সেঞ্চুরি করার কোড ভেঙে দেবেন সেটাই তিনি বলতে চেয়েছেন।

Udayan Biswas

সম্পর্কিত খবর