রাজ্য সহ দেশে আট হাজার শূন্যপদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি

সারা দেশ সহ পশ্চিমবঙ্গে আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটির অধিনস্ত আর্মি স্কুলে প্রাথমিক, ট্রেন্ড গ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষক শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। টাকরি পেতে গেলে কেন্দ্রীয় সরকারের সি টেট বা রাজ্য সরকারের টেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। এটি প্রাথমিক ও ট্রেন্ড গ্র্যাজুয়েটদের জন্য। আবেদনের শেষ তারিখ 22 সেপ্টেম্বর। অনলাইনে পরীক্ষার তারিখ 19-20 অক্টোবর।

 

শিক্ষাগত যোগ্যতা-

  1. প্রাথমিক শিক্ষক পদে আবেদনের জন্য প্রার্থীকে 50 শতাংশ নম্বর সহ গ্র্যাজুয়েট ও বিএড ডিপ্লোমা পাশ হতে হবে।
  2. ট্রেন্ড গ্র্যাজুয়েট পদের জন্য প্রার্থীকে 50 শতাংশ নম্বর সহ বিএড পাশ হতে হবে।
  3. পোস্ট গ্র্যাজুয়েট পদের জন্য প্রার্থীকে পোস্ট গ্র্যাজুয়েটে 50 শতাংশ নম্বর থাকতে হবে। যে বিষয়ে আবেদন করবেন সেই বিষয়ে 50 শতাংশ নম্বর বাধ্যতামূলক। একইসঙ্গে বিএড পাশ হতে হবে।

বয়স- প্রার্থীদের বয়স হতে হবে 40 বছরের মধ্যে। পাঁচ বছরের অভিজ্ঞতা থাকলে প্রার্থীরা 57 বছরের মধ্য আবেদন করতে পারবেন।

আবেদনের নিয়ম- ইচ্ছুক প্রার্থীরা অনলাইন ওয়েবসাইট aps-csb.in-এ গিয়ে আবেদন করবেন। প্রার্থীর ইমেইল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। এছাড়াও প্রার্থীর একটি পাসপোর্ট সাইজের ছবি, সাক্ষর আপলোড করতে হবে। শিক্ষাগত যোগ্যতার নম্বর দিতে হবে।

আবেদন ফি- 500 টাকা

অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য পরীক্ষার ফর্ম নম্বর প্রয়োজন। তাই ফর্ম অনলাইনে সাবমিট করার পর ফর্ম নম্বর নিজের কাছে রাখবেন।

প্রার্থী বাছাই পদ্ধতি- দুটি পর্বে লিখিত পরীক্ষা হবে। মোট নম্বর 180। অবজেকটিভ টাইপের প্রশ্ন হবে। নেগেটিভ মার্কিং নেই। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে অনলাইন ওয়েবসাইটে নজর রাখুন।

 

 

সম্পর্কিত খবর