সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে বাড়িতে একা পেয়ে মহিলাকে শ্লীলতা হানি, অভিযুক্ত তৃণমূল নেতা। অভিযুক্তের নাম কিশোর দণ্ডপাট। ঘটনার পর থেকে ফেরার অভিযুক্ত। রবিবার ঘটনাটি ঘেটেছে পশ্চিম মেদিনীপুরের গুড়গুড়িপালের নয়াগ্রামে।অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে থানায় শ্লালতাহানির অভিযোগ দায়ের করেছেন ওই গৃহবধূ।
অভিযোগ, ইন্দিরা আবাস যোজনায় বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে রবিবার নির্যাতিতার বাড়িতে যান গুড়গুড়িয়া গ্রামের প্রাক্তন তৃণমূল প্রধানের স্বামী কিশোর দন্ডপাট। বাড়িতে মহিলা সেসময় একা ছিলেন। তথন তাঁকে নানা অছিলায় বাড়ি পাইয়ে দেওয়ার কথা জানিয়ে কুপ্রস্তাব দেয়। কিন্তু কিশোরের কু প্রস্তাবে রাজী না হওয়ায় ওই মহিলাকে শ্লীলতাহানি করেন কিশোর, এমনটাই অভিযোগ জানিয়েছেন ওই নির্যাতিতা। এরপর সোমবার সকালে স্থানীয় থানার দ্বরস্থ হন ওই মহিলা। কিশোরকে গ্রেফতারির দাবি জানিয়েছে প্রতিবেশীরা। একইসঙ্গে তাঁর বিরোধিতায় সরব হয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্বরা।
তবে স্বামীর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান রুনু দন্ডপাট। তবে স্থানীয়দের দাবি কোনো অপরাধ না করলে কেন পলাতন কিশোর, তবে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে কাটমানি নেওয়ার বিরুদ্ধে মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে তারপরেও কেন এমন অপ্রীতিকর ঘটনা ঘটবে, প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার