ট্রাক মালিকের 1.6 লক্ষ টাকার জরিমানা নিয়ে চম্পট চালক, গ্রেফতার করল পুলিশ

কথাতেই আছে নিজের আত্মাকেও বিশ্বাস করা যায় না, প্রবাদ বাক্য হলেও সেটি যে কতটা সত্যি তার প্রমান মিলল আবারও। ট্রাফিক আইন অনুযায়ী মালিকের জরিমানা হয়েছে। সেই জরিমানার টাকা জমা দিতে পাঠিয়েছিলেন ট্রাক চালকের হাত দিয়। সেই টাকা নিয়ে চম্পট চালক। ঘটনাটি ঘটেছে হরিয়ানার রেওয়ারিতে। ঘটনার জেরে কার্যত বাক্যহারা ট্রাক মালিক।

বর্তমানে নয়া ট্রাফিক সংশোধনী আইন পাশ হয়েছে দেশে। তাই অত্যধিক মাল চাপানো সহ একাধিক বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে। তাই ট্রাকে অতিরিক্ত মাল চাপানোর দায়ে 1.6 লক্ষ টাকা জরিমানা হয় ট্রাক মালিকের। আর সেই জরিমানার টাকা নিতে ঝাব্বু নামের ওই ট্রাক চালক মালিকের কাছে গিয়ে উপস্থিত হন। মালিক অগত্যা উপায় না বুঝে ওই মোটা টাকা জরিমানা চালকের হাত দিয়ে জমা দিতে পাঠান। কিন্তু সেই লক্ষাধিক টাকার লোভ সামলাতে পারে নি ঝাব্বু। আরটিও অফিসে না গিয়ে ইয়াসিন নামের ওই গাড়ির মালিকের টাকা নিয়ে চম্পট দেন ঝাব্বু।

নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও ঝাব্বু আর ফিরে আসেনি। নেহাতই নিয়ম রক্ষার্থে ইয়াসিন ঝাব্বুকে ফোন করে। সে ফোন না রিসিভ করায় সন্দেহের দানা বাঁধে ইয়াসিনের। তখনই আরটিওতে যোগাযোগ করে ইয়াসিন জানতে পারে টাকা জমা পড়েনি। তাই ইয়াসিনেরও বুঝতে বাকি হয়নি তাঁর টাকাটা নিয়ে পালিয়েছে ঝাব্বু। এরপর রেওয়ারি থানায় অভিযোগ ঝাব্বুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ইয়য়াসিন। এরপর পুলিশ চালকের মোবাইল নম্বর ট্র্যাক করে গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করে।

তবে এত বিশ্বস্থ হওয়ার সত্তবেও ঝাব্বু কেন এমন কাজ করল, পুলিশি জেরায় ঝাব্বু জানিয়েছেন মালিককে শিক্ষা দিতেই তিনি এমন কাজ করেছেন। কারণ, অতিরিক্ত মাল বহনের সিদ্ধান্ত ছিল মালিকেরই। তখন ঝাব্বু মালিকের থেকে কারণ জানতে চাইলে তাঁর ওপর ক্ষিপ্ত হয়েছিলেন মালিক। তখনই ঝাব্বু জরিমানা নিশ্চিত জেনে সেই টাকা গায়েব করার সিদ্ধান্ত নেন।

সম্পর্কিত খবর