রাজ্যের সমস্ত মানুষের অভাব অভিযোগের কথা এবং সমস্যার কথা শুনতে এবং জনসংযোগ বাড়াতে রাজ্য সরকারের অন্যতম বিশেষ গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলেও দিদিকে বলো৷ এ বার সেই দিদিকে বলোতে ঘটল এক নজিরবিহীন ঘটনা৷ এত দিন অবধি রাজ্যের বিভিন্ন জেলা থেকে সাধারণ মানুষ বিভিন্ন দাবি নিয়ে এই নম্বরে ফোন করতেন, কিন্তু এ বার রাজ্যের বিরোধী দল সিপিএম নেতারা সাহায্য চেয়ে ফোন করলেন দিদিকে বলোতে৷
কালনা এক নম্বর ব্লকের আটঘরিয়া সিমলন এলাকায় একটি পরিবারের হাত থেকে পার্টি অফিস দখল মুক্ত করতে দিদিকে বলতে ফোন করলেন কালনার সিপিএম নেতারা৷ ফোন পেয়েই সাহায্যের জন্য সেখানে ছুটে গেলেন রাজ্যের হেভিওয়েট মন্ত্রী স্বপন দেবনাথ৷ জানা গিয়েছে, কালনার আটঘরিয়া বাসস্টপেজের কাছে সিপিএম ওই পার্টি অফিসটি তৈরি করেছিল কিন্তু রাজনৈতিক পালাবদলের সময় সেটি স্থানীয় একটি পরিবার দখল করে নেয় বলে অভিযোগ সিপিএম নেতাদের৷ তাই ওই পরিবারের হাত থেকে তাঁদের পার্টি অফিস বাঁচাতে দিদিকে বলোতে ফোন করেছিলেন সিপিএম নেতারাই৷
খবর পেয়ে ঘটনাস্থলে যান মন্ত্রী স্বপন দেবনাথ তার পর পার্টি অফিস দখল করে রাখা সর্দার পরিবারের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দেন৷ একই সঙ্গে সিপিএম নেতাদের পার্টি অফিস ফিরিয়ে দেওয়ারও আবেদন জানান তিনি পরিবর্তে ওই পরিবারটিকে বিকল্প জায়গা দেওয়ার ব্যবস্থা করে দেন মন্ত্রী স্বপন দেবনাথ৷বিরোধী নেতাদের এই ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় খুশি সিপিএম নেতারা
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার