পঞ্চম টেষ্টের প্রথম ইনিংসেও ইংল্যান্ডকে ৩০০ এর গন্ডি পেরোতে দিল না অজি বোলাররা।

চলতি অ্যাশেজ সিরিজে চারটে ম্যাচ হয়ে যাওয়ার পর 2-1 ব্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেট দল। তাই এই পঞ্চম টেস্ট ম্যাচে ইংল্যান্ডের কাছে সিরিজে সমতা ফেরানোর একটা বড় লড়াই। কিন্তু সমতা ফেরানোর লড়াইয়ে প্রথমেই হোঁচট খেলো ইংল্যান্ড ক্রিকেট দল। ইংল্যান্ড দলকে 300 রানের মধ্যে বেঁধে দিল অস্ট্রেলিয়ান বোলাররা।

প্রথম দিনের শেষে 271 রান করেছিল ইংল্যান্ড দল। তারপর দ্বিতীয় দিনের শুরুতে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার বোলারদের সামনে কার্যত অসহায় মনে হয় ইংল্যান্ডের ব্যাটসম্যানদের। দ্বিতীয় দিনে ইংল্যান্ড উইকেটকিপার ব্যাটসম্যান বাটলার ছাড়া আর কেউই তেমন ভাবে ক্রিজে টিকতে পারে নি, আর তার ফলে মাত্র 294 রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের প্রথম ইনিংস।

5344814 Cri Aust 16 9 17088942 1966245 2019090902098ae8569ca 7ba9 4183 adaa 5ca4

প্রথম ইনিংসের একদম শেষের দিকে বাটলার এবং লিচ জুটি কিছুটা লড়াই করলেও খুব বেশি দীর্ঘায়িত হয়নি তাদের লড়াই। এই জুটি 68 রান যোগ করে ইংল্যান্ডের স্কোর তিনশোর কাছাকাছি নিয়ে গিয়েছিল। কিন্তু বাটলার আউট হয়ে যাওয়ার পরেই 300 রানের গন্ডি পর করার ক্ষমতা শেষ হয়ে যায় ইংল্যান্ডের।

উল্লেখ্য অনেকদিন পরে টেস্ট ক্রিকেটে ফিরে 5 উইকেট নিয়ে নজর করলেন অজি অলরাউন্ডার মিথেল মার্শ। বলা যায় ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপকে কার্যত একাই ধ্বংস করে দিলেন মিথেল মার্শ। অপরদিকে তিনটি উইকেট পেলেন প্যাট কামিন্স এবং দুটি উইকেট নেন হ্যাজেলহুড।

অপরদিকে ফের একবার ব্যর্থ হলেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। এই ম্যাচেও তার খারাপ ফর্ম বজায় থাকল। এই ম্যাচে মাত্র 5 রান করেই জোফ্রা আর্চারের বলে আউট হয়ে সাজঘরে ফিরে গেলেন ডেভিড ওয়ার্নার।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর