এভাবেই সেজে উঠছে লালাবাগণ নবাঙ্কুর এর এবারের পুজোর থিম

 

 

বাংলা হান্ট ডেস্ক: পুজো আসছে। এর মধ্যেই সেজে উঠছে বিভিন্ন পুজো প্যান্ডেল। কোথাও থিম বা কোথাও সবেকিয়ানা।শরতের আগমনে তিলোত্তমা সেজে উঠছে নতুন রূপে।রাস্তায় রাস্তায় আলোর ঝাড়বাতি। ব্যাস্ত কুমোরটুলি র প্রতিমা শিল্পী রাও। সেজে উঠছে শহর। উমার বাড়ি আসতে আর মাত্র কিছুদিন। শহরের নামি পুজো গুলোকে সাজিয়ে তুলতে ব্যস্ত শিল্পীরাও। এরকম একটি নামি পুজোর নাম লালাবাগান নবাঙ্কুর পুজো কমিটি। তাদের এবার পুজোর থিম ” অনাহারের আহার”। এই থিমের ওপরই সেজে উঠছে প্যান্ডেল। ষাট বছর পা দিল কলকাতার এই পুজো। এই বছর শিল্পী সম্রাট ভট্টাচার্য সাজিয়েছে এই থিম। দুর্গা প্রতিমা তেও আছে বিশেষত্ব। মায়ের অভিষণের মধ্যেই ফুটিয়ে তোলা হয়েছে মায়ের সন্তানদের যারা মা কে বলছে ” মা আমার খুব খিদে পেয়েছে”

IMG 20190915 150331

একটি সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন যে তার এই থিমের নামের মধ্যেই দিয়েই প্রকাশ পাচ্ছে তাদের ধারণা। এই থিমের মধ্যে দিয়ে সমাজের তিনটি শ্রেণীকে তিনি তুলে ধরেছেন। এক শ্রেণীর মানুষ যারা খাবার প্রচুর পরিমাণে খাবার পায়, দ্বিতীয় যারা খুব পরিমিত পরিমাণে খাবার পায় এবং যারা খাবার পায়না, অভুক্ত। তিনি বলেছেন যে মানুষ নিজের খাঁওয়ার পর যে অবশিষ্ট খাবার ফেলে দেয় তা যদি নষ্ট না করে সঞ্চিত করে তবে এই অভুক্ত মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়া যাবে। আর এই বার্তা মানুষের কাছে পৌঁছে দাওয়ার জন্যই তাদের এই থিম।তাদের এই থিম লোককে কতটা আকর্ষিত করতে পারে তা দেখা সময়ের অপেক্ষা।

সম্পর্কিত খবর