এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেটে বেশ নজর কাড়ছে আফগানিস্তান ক্রিকেট দল। কিছুদিন আগেই আফগানিস্তান দলের তিনটি ফরমেটের দায়িত্ব তুলে দেওয়া রাশিদ খানের হাতে অর্থাৎ আফগানিস্তানের তিনটি ফরমেটে অধিনায়ক হয়েছেন রাশিদ খান। আর তারপর থেকেই যেন এই দলের ভাগ্যের চাকা ঘুরে গিয়েছে। এখন দেখা যাচ্ছে আফগানিস্তান দল বেশ ফর্মে রয়েছে। কিছু দিন আগেই টেষ্ট ক্রিকেটে বাংলাদেশকে হারানোর পরে এবার টি-টোয়েন্টিতে বাংলাদেশকে হারিয়ে বিশ্ব রেকর্ড করলো আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল।
বাংলাদেশের আয়োজিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে রবিবার মিরপুরে বাংলাদেশ বনাম আফগানিস্তানের ম্যাচ ছিল। আর এই ম্যাচেই আফগানিস্তান দলের কাছে সুযোগ ছিল বিশ্বরেকর্ড তৈরি করার। মিরপুরে বাংলাদেশ কে হারাতে পারলেই আন্তর্জাতিক ক্রিকেটে পরপর বারোটি ম্যাচ জেতার রেকর্ড করতো আফগানিস্তান। আর সেটাই করে দেখালো আফগানিস্তান। এই ম্যাচে বাংলাদেশকে হারিয়ে বিশ্বরেকর্ড তৈরি করা দেখালো রাশিদ খানের নেতৃত্বাধীন আফগানিস্তান ক্রিকেট দল।
আফগানিস্তান শনিবার 28 রানে জিম্বাবুয়েকে হারিয়ে টানা এগারো ম্যাচ জিতে এক অনন্য নজির গড়েছিল। আর রবিবার বাংলাদেশকে হারিয়ে পরপর 12 টি ম্যাচ জিতে সেই রেকর্ড ভেঙ্গে ফের নতুন রেকর্ড গড়লো আফগানিস্তান।