বড়োসড়ো সাফল্যের মাঝেই চাকরিতে নিয়োগের ঘোষণা ইসরোর, শূন্যপদ ৮৬,জেনে নিন কিভাবে অ্যাপ্লাই করবেন

 

অমিত সরকার: চাঁদের মাটিতে নামার ঠিক কয়েক মুহূর্ত আগে ইসরোর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিক্রম ল্যান্ডারের। বিক্রম যে চাঁদে নেমেছে সেই তথ্য বিজ্ঞানীরা পেলেও তার সম্পর্কে আর বিশেষ কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। বা এখনও পর্যন্ত যোগাযোগ স্থাপনও করা যায়নি বিক্রমের সঙ্গে। এই অবস্থায় বিক্রম সম্পর্কে তথ্য সংগ্রহ করতে আসরে নামল নাসা।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা তার যান লুনার রিকনসাঁ অরবিটার বা এলআরও-র মাধ্যমে বিক্রম সম্পর্কে কোনও তথ্য যোগাড় করা যায় কিনা, তার চেষ্টা করছে। চাঁদের চারপাশ দিয়ে ঘুরতে ঘুরতে মঙ্গলবার বিক্রমের ল্যান্ডিং সাইটের ওপর পৌঁছবে এলআরও। বিক্রমের ছবি তুলে তা ইসরোর বিজ্ঞানীদের কাছে পাঠানো হবে। এই ছবি থেকে বিক্রম সম্পর্ক কোনও নতুন তথ্য পাওয়ার আশা করছেন ভারতীয় বিজ্ঞানীরা।

শূন্যপদ: ৮৬

আবেদন ফি: প্রার্থীদের আবেদনের জন্য ২৫০ টাকা দিতে হবে।

বেতনক্রম: টেকনিশিয়ান এবং ড্রাফটসম্যানদের মাসিক বেতন হবে ২১,৭০০টাকা। সঙ্গে ডিএ। পাশাপাশি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টদের বেতন হবে ৪৪,৯০০ টাকা সঙ্গে ডিএ।

isro office

আবেদন করবেন কীভাবে

Step 1: অফিসিয়াল ওয়েবসাইট isro.gov.in-এ ভিডিট করুন
Step 2: পেজে ‘careers’ লেখা  অপশনে ক্লিক করুন
Step 3: এবার একটি নতুন পেজ খুলবে। স্ক্রোল করুন। পেজের নিচে Human Space Flight Center (HSFC)-এর একটি লিঙ্ক পাবেন।
Step 4: ‘apply online’ অপশনে ক্লিক করুন
Step 5: ফর্ম ফিলআপ করুন এবং ছবি আপলোড করুন
Step 6: জমা দিন, আবেদন ফি জমা

যোগ্যতা: প্রার্থীর সংশ্লিষ্ট বিষয়ে পড়াশোনা থাকা বাধ্যতামূলক। আইটিআই সার্টিফিকেট নিয়ে ন্যূনতম পাশ করতে হবে।

বয়সসীমা: প্রার্থীর বয়সসীমা ১৮-৪০ বছর। সংরক্ষিত আসনের প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সসীমায় ছাড় পাবেন।


সম্পর্কিত খবর