আধার কার্ড হোল্ডারদের জন্য বড় ঘোষনা UDIAI, কার্ড থাকল জেনে রাখুন

বাংলা হান্ট ডেস্ক : ভারতের নাগরিক হিসেবে একমাত্র অন্যতম গুরুত্বপূর্ণ নথি হলেও আধার কার্ড৷ বর্তমানে ভোটার কার্ডের সমতুল্য মনে করা হয় আধার কার্ডকেই৷ বায়োমেট্রিক আধার কার্ড ছাড়া ভারতের নাগরিকত্বের প্রমাণ দেওয়া অত্যন্ত কঠিন৷ তবে এবার আধার কার্ড হোল্ডারদের জন্য এক বড়সড় ঘোষণা করল ইউআইডিএআই৷ সংস্থার তরফ থেকে জানানো হয়েছে আধার কার্ডের ছবি বায়োমেট্রিক রেজিস্টার্ড মোবাইল নম্বর বা ইমেল অ্যাড্রেস পরিবর্তন করতে গেলে আর কোনও ডকুমেন্টস লাগবে না৷ তবে যদি আধার কার্ডে জন্ম তারিখ বা নাম ঠিকানা বদল করতে চান সে ক্ষেত্রে যে কোনও একটি সরকারি নথি জমা দিলেই হবে৷ আর সেই সমস্ত নথিগুলি হল ভোটার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ইত্যাদি৷

uidai                                                                                                                                      তবে নতুন করে আধার নম্বর পাওয়ার জন্য কিন্তু আবেদনকারীকে ডেমোগ্রাফিক এবং বায়োমেট্রিক তথ্য দিতে হয়৷ তার জন্য আবশ্যক নাম জন্ম তারিখ ঠিকানা মোবাইল নম্বর এবং ই মেল আড্রেস৷ তবে এবার যদি তথ্য আপডেট করতে চান শিখেছে নিকটবর্তী কোনও আধার কেন্দ্রে যান সে ক্ষেত্রে কোনও ডকুমেন্ট এর প্রয়োজন হবে না৷ যদিও অনেকে ইন্টারনেটের জগতে নিজেরাই বাড়িতে বসে ল্যাপটপের মাধ্যমে এটি করতে পারেন কিন্তু সেক্ষেত্রে ভুল ত্রুটি হলে আবারও সমস্যার মুখে পড়তে হবে তাই একেবারে আধার কেন্দ্রে গিয়ে তথ্য আপডেট করানোই শ্রেয়, এমনটাই জানাচ্ছে UIDAI৷

সম্পর্কিত খবর