আন্তর্জাতিক ব্যাডমিন্টন সংস্থার তরফে আয়োজিত বছরের শেষ টুর্নামেন্টে দুর্দান্ত শুরু করল ভারতীয় বিশ্বজয়ী শাটলার পিভি সিন্ধু। এই টুর্নামেন্টেও দুরন্ত পারফরম্যান্স করছেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জয়ী পিভি সিন্ধু। বুধবার এই প্রতিযোগিতায় সিন্ধু মুখোমুখি হয়েছিল অলিম্পিক্স চ্যাম্পিয়ন লি জুয়েরুইকের। আর মাত্র 34 মিনিটেই লি জুয়েরুইকের পরাস্ত করে দেন পিভি সিন্ধু। খেলার ফলাফল 21-18, 21-12। তবে ভারতের অপর এক শাটলার সাইনা নেহওয়াল প্রথম রাউন্ডেই ছিটকে গিয়েছেন। লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্চ জয়ী সাইনা নেহওয়াল হেরে যান বিশ্ব ব্যাডমিন্টন র্যাংকিংয়ে 19 নম্বরে থাকা তাইল্যান্ডের বুসনের কাছে।
এই ম্যাচের আগে সিন্ধু এবং লি জুয়েরুইকের পরিসংখ্যান ছিল 3-3, কিন্তু সদ্য বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতে দুরন্ত ফর্মে রয়েছেন সিন্ধু। আর সেই ফর্ম বজায় রেখেই চাইনিজ ওপেনে নেমেছিল সিন্ধু। এই ম্যাচে চীনা প্রতিপক্ষকে দাঁড়ানোর সুযোগই দেয় নি ভারতের এই হায়দ্রাবাদী শাটলার।
অপরদিকে এই নিয়ে টানা দ্বিতীয়বার তাইল্যান্ডের প্রতিপক্ষের হারলে হল সাইনা নেহওয়ালকে। সম্প্রতি কিছু দিন আগেই চোটের ধাক্কা সামলে কোর্টে ফিরেছেন 29 বছর বয়সী সাইনা নেহওয়াল। কোর্টে ফিরলেও সেই পুরোনো ছন্দের ধারেকাছেও পাওয়া যাচ্ছে না সাইনাকে।
অপরদিকে চিন ওপেন জয়ের দিনেই অদ্ভুত কাণ্ড ঘটলো সিন্ধুর সাথে। এইদিনই তামিলনাড়ুর রামনাথপুরম জেলার 70 বছরের এক বৃদ্ধ বিয়ের প্রস্তাব দিলেন সিন্ধুকে। এমনকি মলয়স্বামী নামে সেই বৃদ্ধ একটা পিটিশন জারি করেছেন সিন্ধুকে বিয়ে করার প্রস্তাব দিয়ে। সেই সাথে তিনি হুমকি দিয়েছেন যে সিন্ধু যদি তাকে বিয়ে করতে রাজি না হয় তাহলে তিনি সিন্ধুকে অপহরণ করে বিয়ে করবে।