বাংলা হান্ট ডেস্ক: কনসার্ট বাতিল করার জন্য ভারতের প্রথম সারির সংগীতশিল্পী অলকা ইয়াগনিক, কুমার শানু ও উদিত নারায়ণকে অনুরোধ করা হয়েছে। কারণ একটাই- অনুষ্ঠানটির আয়োজক পাকিস্তানি। সূত্রে জানা যায়, ‘ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ’ তথা এফডব্লিউআইএস চিঠি দিয়েছে এই তিন শিল্পীকে। নভেম্বরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ‘থ্রোব্যাক নাইনটি’ কনসার্টের তাদের সংগীত পরিবেশনের কথা রয়েছে।
ওই অনুষ্ঠানটির আয়োজক এক পাকিস্তানি, এই কারণেই অংশ না নেওয়ার জন্য অনুরোধ করেছে এফডব্লিউআইএস। চিঠিতে বলা হয়, “আমরা ভারতীয় শিল্পীদের অনেকবার পাকিস্তানি সংগঠকদের সঙ্গে মেলামেশা থেকে বিরত থাকতে বলেছি। এফডব্লিউআইএস আমাদের দেশের সর্বোচ্চ গুরুত্বের মর্যাদাকে মেনে চলে এবং ফিল্ম ব্রাদার্সটির সদস্যদের পাকিস্তানের কোনো নাগরিকের সঙ্গে পাকিস্তানে বা বিশ্বের যে কোনো অংশে, যে কোনো সংস্কৃতি বা পেশাদার কর্মকাণ্ডে মেলামেশা করা থেকে বিরত থাকার জন্য বারবার জানিয়েছে। এখানে এ কথা বলাই বাহুল্য যে আপনারা সকলেই ভারতের বিখ্যাত সংগীতশিল্পী এবং এই দেশ থেকেই প্রচুর লোকের প্রশংসা অর্জন করেছেন আপনারা। আশা করি যে আপনি আপনার দেশবাসীর এই অনুভূতির প্রতিদান দেবেন এবং এ নিয়ে ভবিষ্যতে কোনো বৈষম্য ও অসন্তুষ্টি প্রকাশ করবেন না। ”
যুক্তরাষ্ট্রে ওই পারফরম্যান্সের আগে অলকা ইয়াগনিক, কুমার শানু ও উদিত নারায়ণের অক্টোবরে দুবাইতে পারফর্ম করার কথা রয়েছে।
আগস্টে পাকিস্তানের একটি অনুষ্ঠানে পারফর্ম করার জন্য গায়ক মিকা সিংকে এফডব্লিউআইএস এবং অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন নিষিদ্ধ ঘোষণা করে। পরে প্রকাশ্যে ক্ষমা চেয়ে তিনি নিস্তার পান।