কার দখলে যাবে মহারাষ্ট্র বিধানসভা, কোন দল পাবে কত আসন, সি-ভোটারের সমীক্ষায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

 

বাংলা হান্ট ডেস্ক: আজ নির্বাচন কমিশনের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের তারিখ। বরাবরের মতো ভোটের দিনক্ষণ ঘোষণার সঙ্গে সঙ্গেই বিভিন্ন সংস্থা মেতে উঠেছে মহারাষ্ট্র বিধানসভা কার দখলে যাবে, কোন দল কয়টি আসন পাবে সেই সমীক্ষায়। তবে অধিকাংশ সমীক্ষার মতামত, এবারও রাজ্য শাসন ক্ষমতায় থাকবে এনডিএ। কংগ্রেস এনসিপি জোট খুব একটা জায়গা করতে পারবে না।

সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, এবারও মহারাষ্ট্র বিধানসভার নির্বাচনে গেরুয়া শিবিরের জয়জয়কার হবে। মহারাষ্ট্র মোট ২৮৮ টি বিধানসভা কেন্দ্র। সমীক্ষা অনুযায়ী, বিজেপি পেতে পারে ২০৫ টি আসন, কংগ্রেস জোট পেতে পারে ৫৫ টি আসন।

IMG 20190921 225333

গত বারের নির্বাচনের ফল অনুযায়ী, মহারাষ্ট্রের ২৮৮ আসন বিশিষ্ট বিধানসভায় ২০১৪ সালের নির্বাচনে বিজেপি পেয়েছিল ১২২ টি আসন। আর শিবসেনা পেয়েছিল ৬৩ টি আসন। পৃথকভাবেৎ লড়াই করেছিল দুই দল। কংগ্রেস এনসিপিও লড়েছিল পৃথকভাবেই।কংগ্রেসে জিতেছিল ৪২ টি আসনে এবং এনসিপি ৪১ টি আসনে।

সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, ৪৬ শতাংশ মানুষ বিজেপির পক্ষে মত দান করছেন। মানুষের মতামত, ফের ক্ষমতায় আসুক মোদী সরকার। আর কংগ্রেসের পক্ষে রয়েছে ৩০ শতাংশ মানুষ। এতএব মহারাষ্ট্রে বিজেপি শিবসেনা ক্ষমতায় ফেরা শুধুমাত্র সময়ের অপেক্ষা।

সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, এবারের মহারাষ্ট্র বিধানসভায় ফের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরবে বিজেপি শিবসেনা জোট। সমীক্ষা অনুযায়ী, গতবারের তুলনায় এবারে আরও শক্তিশালী হয়ে মহারাষ্ট্র বিধানসভার দখল করবে গেরুয়া শিবিরই।

সম্পর্কিত খবর