বাংলা হান্ট ডেস্ক : বাজারে চাকরির আকাল। কেন্দ্রীয় ও রাজ্য সরকারি ক্ষেত্রে একই অবস্থা। বেসরকারি ফান্ড গুলোতেও চাকরির বেহাল দশা। দেশের অর্থনৈতিক বিপর্যয়ের জেরে প্রতিদিনই বিভিন্ন সেক্টরে গাদা গাদা কর্মী ছাঁটাই হচ্ছে। তবে এই আকালের বাজারে সুখবর নিয়ে এল দ্য স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। এই সংস্থার অপারেটর কাম টেকনিশিয়ান, অপারেটর কাম টেকনিশিয়ান (বয়লার), অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান শূন্যপদে বিপুল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদনে ইচ্ছুক প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট sailcareers.com-এ ভিজিট করে আবেদন করতে পারবেন।
আবেদনের নিয়ম-
Step 1: প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট sail.co.in ওয়েবসাইটে ভিজিট করুন
Step 2: হোমপেজে ‘careers’ লেখা লিঙ্কে ক্লিক করুন
Step 3: ‘Jobs’-এর নিচে ‘recruitment of OCTT, OCT boiler and ACT’ লেখা অংশে ক্লিক করে একটি নতুন পেজ আসবে, সেখানে গিয়ে ‘new registration’লেখার ওপর ক্লিক করুন
Step 4: নিয়ম মেনে সমস্ত তথ্য দিয়ে ফর্ম ফিলাপ করুন, ছবি আপলোড করতে ভুলবেন না।
Step 5:পুরো প্রক্রিয়া সম্পন্ন হলে অনলাইনে আবেদন ফি দিন।
পদ সম্পর্কিত বিস্তারিত তথ্য-
ওপরের পদে আবেদনের জন্য প্রার্থীকে দশম শ্রেনী পাশ এবং সঙ্গে যে পদে আবেদন করতে চান সেই পদে ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট থাকতে হবে।
মোট শূন্যপদ রয়েছে 464 টি।
বেতন- পরীক্ষায় উত্তীর্ণ হলে অপারেটর কাম টেকনিশিয়ান ট্রেনিরা বেতন পাবেন ১৬,৮০০-২৪,১১০ টাকা। অপারেটর কাম টেকনিশিয়ান (বয়লার), অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান ট্রেনিরা বেতন পাবেন ২০,৬০০-৪৬,৫০০টাকা।
মনে রাখতে হবে অনলাইনে আবেদনের শেষ তারিখ 11 অক্টোবর। লেখা পর্কীষায় উত্তীর্ণ হওয়া প্রার্থীদের স্কিল টেস্টে ডাকা হবে। সেখানে উত্তীর্ণ হলে প্রার্থীদের নির্বাচিত করা হবে।