বাংলা হান্ট ডেস্ক : শিরোনাম দেখে একেবারে আঁতকে ওঠার মতো অবস্থা৷হ্যাঁ তা তো হবেই আর এই খবর শুনে ইতিমধ্যেই মাথায় হাত করতে চলেছে দেশবাসীর৷ তবে এমনই ফতোয়া জারি করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া৷ আসলে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি পুজোর মুখে যেভাবে গ্রাহকদের মধ্যে ত্রাসের সৃষ্টি করেছে তাতে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে আরবিআই৷ আরে বাবা সবার জন্য নয় শুধুমাত্র মুম্বই ভিত্তিক পাঞ্জাব মহারাষ্ট্র ও অপারেটিভ ব্যাংকের গ্রাহকদের জন্য, যদিও অন্যান্য ব্যাংকে হবে না তার কোনও নিশ্চয়তা নেই৷ জানা গিয়েছে ওই ব্যাংকের গ্রাহকরা আগামী ছয় মাস তাঁদের অ্যাকাউন্ট থেকে হাজার টাকার বেশি তুলতে পারবেন না৷
আরবিআইয়ের এই ঘোষণার পর মুম্বইয়ের বেশ কিছু আমানতকারী মঙ্গলবার ব্যাংকের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ দেখিয়েছে৷ তবে শুধুমাত্র টাকা তোলার ক্ষেত্রে নিয়ম জারি করা হয়েছে তা নয় আগামী ছয় মাস নতুন কোনও গ্রাহক যোগ দিতে পারবেন না বা ঋণ ছাড়া কোনো রকম ব্যাংকিং বৃদ্ধির কাজ করতে পারবেন না গ্রাহকরা৷ তবে হঠাত্ কেন এই ধরনের সিদ্ধান্ত? জানা গিয়েছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের মতো পিএমসি তেও বড়সড় দুর্নীতি হতে পারে এমনটা খবর রয়েছে আরবিআইয়ের কাছে তাই আগাম প্রস্তুতি নিচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া৷