কিছুদিন আগেই প্রথমবারের জন্য বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড ক্রিকেট দল। আর ইংল্যান্ডের এই জয়ের পেছনে সব থেকে বড় যিনি ভূমিকা গ্রহণ করেছিলেন তিনি হলেন ইংল্যান্ডের পেস বোলার জোফ্রা আর্চার। জোফ্রা আর্চার পুরো বিশ্বকাপে দুর্দান্ত বোলিং করে ইংল্যান্ডে বিশ্বকাপ জয়ের রাস্তা প্রশস্ত করে দিয়েছিলেন। খুব বেশিদিন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটেনি জোফ্রা আর্চারের। মাত্র 140 দিন আগে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ম্যাচ খেলেন তিনি, আর এই কয়েক দিনের কেরিয়ারে তিনি ছাপিয়ে গেলেন ভারতের দুই তারকা বিরাট কোহলি এবং রোহিত শর্মার মত খেলোয়াড়কে।
সম্প্রতি অ্যাশেজ সিরিজে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটেছে জোফ্রা আর্চারের। আর প্রথম টেস্ট সিরিজেই গোটা বিশ্বের নজর কেড়েছেন জোফ্রা আর্চার। অ্যাশেজ সিরিজে অনবরত 140 কিলোমিটারের বেশি গতিবেগে বল করে তিনি বিপাকে ফেলে দিয়েছিলেন ডেভিড ওয়ার্নার থেকে শুরু করে স্টিভ স্মিথের মত বিখ্যাত টেস্ট ব্যাটসম্যান। জোফ্রা আর্চারকে খেলতে কার্যত হিমশিম খেয়ে যাচ্ছিলেন অজি ব্যাটসম্যানরা।
আর আন্তর্জাতিক ক্রিকেটে অনবরত দুর্দান্ত বোলিং করার জন্য এবার বিশেষ পুরস্কার পেতে চলেছেন ইংল্যান্ডের পেস বোলার জোফ্রা আৰ্চার। 24 বছর বয়সী জোফ্রা আৰ্চারের সাথে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফে যে চুক্তি করা হয়েছে সেখানে প্রতি বছর আর্চার পাবেন 10 লক্ষ পাউন্ড অর্থাৎ ভারতীয় মুদ্রায় সেটা 8 কোটি 81 লক্ষ 16 হাজার 647 টাকা। আর এটাই ইংল্যান্ডের ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ।
আর ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং সহ অধিনায়ক রোহিত শর্মাকে বার্ষিক আয়ের দিক থেকে ছাপিয়ে গেলেন ইংল্যান্ডের পেসার জোফ্রা আর্চার। কারণ বিরাট কোহলি এবং রোহিত শর্মার সাথে ভারতীয় টিমের যে ‘এ’ গ্রেডের চুক্তি রয়েছে তাতে তারা পেয়ে থাকেন বছরে প্রায় 7 কোটি টাকা।