বাংলা হান্ট ডেস্ক : পেঁয়াজের ঝাঁঝের সঙ্গে পাল্লা দিয়ে দাম বাড়ছে৷ চলতি বছরে দেশের বিভিন্ন জায়গায় পেঁয়াজের দাম লাগাতার হারে বৃদ্ধি পেয়েছে৷ অন্যান্য বছরের তুলনায় এ বছর পেঁয়াজের দাম অনেকটাই বেড়েছে বলেই মনে করা হচ্ছে৷ আর তাতেই সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ৷ দামি হয়ে যাওয়া নিত্য প্রয়োজনীয় পেঁয়াজের দাম শহর কলকাতায় 70-80 টাকা প্রতি কেজি এবং মেট্রো শহরগুলিতে 80 টাকা থেকে শুরু হচ্ছে প্রতি কেজি পিয়াজের দাম৷ তাই সাধারণ মানুষের কথা ভেবে পেঁয়াজের দাম কমানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার৷
তাই এ বার কেন্দ্রের মজুদ পেঁয়াজ থেকে প্রতিটি রাজ্যকে মাত্র 15.69 টাকা প্রতি কেজি পেঁয়াজ সরবরাহ করতে চলেছে কেন্দ্রীয় খাদ্য দফতর৷ আগামী শনিবার থেকেই এক টন পেঁয়াজ প্রতিদিন হিসেব করে রাজধানী শহরে পাঠানো হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টন মন্ত্রী রামবিলাস পাসওয়ান৷ লাগাতার হারে পেঁয়াজের দাম বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে ধরা হচ্ছে মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশের বন্যা৷ মহারাষ্ট্রকে পেঁয়াজ চাষের রাজ্য হিসেবে ধরা হয়৷
তবে চলতি বছরেও পেঁয়াজ সেভাবে না চাষ হলেও মজুত ভাণ্ডারে 35 হাজার টন পেঁয়াজ রয়েছে বলেই জানা গিয়েছে৷ তার উপরে আবার পঞ্চাশ হাজার টন পেঁয়াজ কৃষকদের কাছে কিনে মজুত রাখা হয়েছে তাই কেন্দ্রীয় ভান্ডার থেকে পেঁয়াজ গুলি বিভিন্ন রাজ্যে অত্যন্ত কম মূল্যে বিকিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন রামবিলাস পাসওয়ান৷ তবে যে ভাবে পেঁয়াজের দাম আকাশ ছুঁয়েছে তাই দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারি সংস্থা ন্যাশনাল অ্যাগ্রিকালচারাল কোঅপারেটিভ মার্কেটিং অফ ইন্ডিয়া খোলা বাজারে পেঁয়াজ বিক্রি করতে শুরু করেছে৷
তাই সস্তায় পেঁয়াজ কিনতে ইতিমধ্যেই লাইন পড়ে গিয়েছে৷ কিন্তু রাজ্যের বিভিন্ন দেশের অবস্থা কী হবে? এই ভেবেই কেন্দ্রের তরফ থেকে পাঁচ গুণ কম দামে পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ উল্লেখ্য ক্রমাগত পেঁয়াজের দাম বৃদ্ধির দিকে বেশ কয়েক দিন ধরেই নজর রাখছে কেন্দ্র৷ কয়েকদিন আগেই লাগাতার হারে পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ন্ত্রণে আনার আশ্বাস দেওয়া হয়েছিল কেন্দ্রের তরফে৷ মজুদ করা পেঁয়াজের পরিমাণ নির্দিষ্ট করা হবে বলেও জানানো হয়েছিল৷