বাংলা হান্ট ডেস্ক: এনআরসি প্রসঙ্গে কেন্দ্রীয় সরকার ও বিজেপি কে কড়া সুরে আক্রমণ করলেন সুব্রত বক্সি। তিনি অভিযোগ জানিয়ে বলেছেন যে এই NRC মানুষকে মানুষকে রীতিমতো সমস্যার মুখে ফেলে দিয়েছে। আর বিভিন্ন রকম কথা বলে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে বিজেপি। বসিরহাটে সুব্রত বক্সি সহ তৃণমূলের রাজ্য ও জেলার শীর্ষ নেতারা এসে মানুষজনকে আশ্বাস দেন যে বাংলায় এনআরসি হবে না।
এদিন বসিরহাট শহরে এনআরসির প্রতিবাদ জানাতে একটি মিছিলেরও আয়োজন করে তৃণমূল। কিন্তু অবশেষে প্রাকৃতিক দুর্যোগের কারণে এর মিছিল করা সম্ভব হয় না। কিন্তু এদিন বসিরহাটের প্যারাডাইস ক্লাবের মাঠে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন সুব্রত বক্সি, পূর্ণেন্দু বসু, চন্দ্রিমা ভট্টাটার্য, নির্মল ঘোষ, জেলা সভাধিপতি বীণা মণ্ডল, দীপেন্দু বিশ্বাস–সহ মহকুমার অন্য বিধায়করা।
এদিনের সভায় তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি বলেন, ‘এনআরসি নিয়ে কেন্দ্র মানুষকে ভোগান্তির মধ্যে ঠেলে দিয়েছে। বিজেপি বিভ্রান্তিকে আরও বাড়িয়ে দিয়েছে। বাংলায় মমতা ব্যানার্জি কোন ভাবেই এনআরসি করতে দেবেন না। আপনারা নিশ্চিন্ত থাকুন যতদিন এরাজ্যে মা–মাটি মানুষের সরকার আছে, ততদিন কেউ এনআরসি করতে পারবে না। আপনারা অযথা আতঙ্কিত হবেন না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ওপর ভরসা রাখুন। তিনি যতদিন আছেন বাংলার মানুষের কোনও দুশ্চিন্তা নেই।’
উল্লেখ্য, অন্যদিকে আবার উত্তরবঙ্গ শহর থেকে কলকাতা ফেরার সময়, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সংবাদমাধ্যমকে বলেন, “TMC-র এখন ভোটে টান পড়েছে । তাই রাস্তায় নেমে ভয় দেখানো শুরু করেছে তারা। এতদিন মুসলমানদের ভয় দেখাচ্ছিল, এখন হিন্দুদের ভয় দেখাচ্ছে। কিন্তু বিজেপি নিজের বক্তব্য থেকে সরবে না আগেও আমরা যা বলেছি এখনও তাই বলব। কোনও হিন্দু উদ্বাস্তুকে ভারত থেকে কেউ তাড়াতে পারবে না। কিন্তু বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারীদের এখানে থাকতে দেওয়া হবে না।”