ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে শেষ বার দেশের জার্সি পরে মাঠে নামতে দেখা গিয়েছিল ইংল্যান্ড বিশ্বকাপে। বিশ্বকাপের পর তিনি কিছুদিনের জন্য ছুটি নিয়েছিলেন। ক্যারিবিয়ান সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন, এমনকি ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজেও খেলেন নি ধোনি। কিছুদিন পরেই ভারত- বাংলাদেশ সিরিজ হতে চলেছে সেখান থেকেও নিজের নাম প্রত্যাহার করেছেন। আর তারপর থেকে উঠেছে তাহলে কি ভারতের জার্সি মহেন্দ্র সিং ধোনি তাহলে তুলে রাখবেন।
এমন পরিস্থিতিতে প্রাক্তন ভারত ওপেনার গৌতম গম্ভীর নির্বাচকদের বললেন যে আপনারা এবার ধোনির পরিকল্পনা সম্পর্কে জানার জন্য উদ্যোগী হন। ধোনি কি চাইছেন সেই ব্যাপারে তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে বলুন কারন ধোনির পরিবর্তে ভারতীয় দলের একজন উইকেটকিপার ব্যাটসম্যান কে তৈরি করতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে।
গম্ভীর নির্বাচকদের বলেন কোন ক্রিকেটার কখন অবসর নেবেন সেটা একান্তই তার নিজের ব্যাপার কিন্তু ধোনি এই মুহূর্তে কি চান সেটা জানা অত্যন্ত জরুরী। কারণ দেশের জার্সিতে ধোনি যদি এখনো পর্যন্ত খেলতে চান তাহলে তার উচিত এইভাবে ছুটি না নিয়ে প্রত্যেকটি সিরিজ খেলা।
সেই সাথে গম্ভীর তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পান্থের পাশে দাঁড়ালেন। গম্ভীর বলেন যে পান্থ একজন তরুণ ক্রিকেটার সবে মাত্র 21 বছর বয়স ওর সামনে লম্বা ভবিষ্যৎ পড়ে রয়েছে। তাই এখন থেকেই একজন তরুণ ক্রিকেটারের উপর এতটা চাপ সৃষ্টি করা উচিত নয়। উনি বিরাট কোহলির পাশাপাশি রবি শাস্ত্রী কেই বলেন আপনারা পন্থের সঙ্গে কথা বলুন ওকে সহযোগিতা করুন যাতে পন্থ আরো ভালো ক্রিকেট দিতে পারে।