সেনাবাহিনীর হেলিকপ্টার ভুটানে ভেঙে পড়ায় নিহত ২ পাইলট

বাংলা হান্ট ডেস্ক: আবারও প্রাণ হারালেন ভারতীয় সেনার দুই জোয়ান পাইলট। শুক্রবার ভেঙে পড়ল ভারতীয় সেনার একটি চিতা হেলিকপ্টার।আচমকা এমন দুর্ঘটনা প্ররান নেয় ত দুজনের। নিহত হয় দুইজন সেনা পাইলটদুজনের। নিহত হয় দুইজন সেনা পাইলট পাইলট।মূলত প্রশিক্ষণের জন্যই ব্যবহার একটি ইঞ্জিন বিশিষ্ট চিতা হেলিকপ্টার ব্যবহার করে সেনাবাহিনী। এই প্রশিক্ষণ চলা কালীন ই হঠাৎ ভেঙে পরে হেলিকপ্টার টি। নিহতদের মধ্যে এক জন ভারতীয় এবং অপরজন ভুটানের নাগরিক।সেনার থেকে পাওয়া  সূত্র অনুসারে, শুক্রবার অরুণাচলপ্রদেশের খেরমু থেকে দুপুর ১টা নাগাদ রওনা দিয়েছিল সেই চিতা হেলিকপ্টারটি। কিছু ক্ষণ ওড়ার পরই   রেডিয়ো ও ভিস্যুয়াল সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। এর পরেই ভুটানের ইয়োনফুলা বিমানবন্দরের কাছে ভেঙে পড়ে হেলিকপ্টারটি।ঘটনার প্রয় সঙ্গে সঙ্গেই আহত পাইলট দের উদ্ধারের জন্য তল্লাশি অভিযান শুরু হয়। মিসামারি, গুয়াহাটি এবং হাসিমারা থেকে উদ্ধারকাজে যোগ দেয় বায়ুসেনার কপ্টারও।

IMG 20190928 051520

সেনাবাহিনীর তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, তাতে বলা হয়েছে, এত তল্লাশির পর অবশেষে ইয়োনফুলা বিমানবন্দরের কাছে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষের হদিশ মেলে বলে ইয়োনফুলা বিমানবন্দর সলগ্ন এলাকায় হদিস পাওয়া গেছে সেই হেলিকপ্টার এর।আকাশে অতিরিক্ত কুয়াশা থাকার ফলেই  এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। নিহত দুই পাইলটই লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার। তাঁদের মধ্যে এক জন ভারতীয় সেনার পাইলট এবং অপর জন রয়্যাল ভুটান সেনার পাইলট।  ভারতীয় সেনার মুখপাত্র কর্নেল আমন আনন্দ জানিয়েছেন, এখনও তাদের পরিচয় জানা না গেলেও  খুব শীঘ্র তাঁদের পরিচয় প্রকাশ করা হবে

সম্পর্কিত খবর