বাংলা হান্ট ডেস্ক: দুর্গাপুজোর মধ্যেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছিলো আবহাওয়া দপ্তর। তবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজোর সামনে হেরে গিয়েছে বৃষ্টি নামের অসুর।
কিন্তু পুজো শেষ হতেই আকাশের মুখভার।আজ ভোররাত থেকেই কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে শুরু হয়েছে বৃষ্টি। আজ সারাদিন ধরে কলকাতাসহ একাধিক জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী সেমবার সকাল থেকেই রাজ্যের একাধিক জায়গায় শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি পাত থেকে হালকা বৃষ্টিপাত।
দশমীর দিন থেকেই রাজ্যের বেশ কিছু জায়গায় শুরু হয় ঝড়-বৃষ্টির দাপট। তবে হাওয়া অফিসের তরফ বৃষ্টির পূর্বাভাস থাকলেও পুজোর সময় বৃষ্টির হাত থেকে রেহাই পেয়ে গিয়েছে গোটা কলকাতাবাসী।
পুজো কাটতেই আজ ভোর রাত থেকে বর্ধমান, উত্তর ২৪ পরগনা, হুগলি, কলকাতা, নদীয়া সহ বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়।আবহাওয়া দপ্তরের অনুমান আজ বিকেল থেকে কোথাও হালকা এবং কোথাও মাঝারি বৃষ্টিতে ভোগান্তি বাড়বে সাধারণ মানুষের।