বাংলা হান্ট ডেস্ক : আবারও কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের কৃষকদের সুযোগ না দেওয়ার অভিযোগ উঠল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে৷ কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি যোজনার মাধ্যমে কৃষকদের যে টাকা দেওয়া হতো তাতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ উঠেছে, কারণ এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টই জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকারের ওই প্রকল্প রাজ্যে লাভ হবে না৷ তাই রাজ্যের কৃষকরা তিনটি কিস্তিতে হাজার টাকা করে পাওয়া থেকে বঞ্চিত হতে চলেছেন৷
তবে মুখ্যমন্ত্রী এর কারণ হিসেবে জানিয়েছেন কেন্দ্র সরকার নামেই এই প্রকল্প চালাচ্ছেন দেশের 5 শতাংশ কৃষককেও সেই টাকা দিতে পারেনি কেন্দ্র৷ সেই তুলনায় রাজ্য সরকার কৃষক ও বর্গাদারদের বছরে পাঁচ হাজার টাকা করে দেয় বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
উল্লেখ্য প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনার মাধ্যমে দেশের বারো কোটি কৃষক বছরে তিনটি কিস্তিতে ছয় হাজার টাকা করে পাওয়ার সুবিধা পাবেন৷ যে সমস্ত কৃষকদের ছয় হেক্টর করে জমি রয়েছে তাই একমাত্র এই সুবিধা পাবেন৷ কিন্তু সেই সুবিধা থেকে বঞ্চিত হতে চলেছেন বঙ্গের কৃষকরা৷