সপ্তম দ্বিশতরান করে শচীন- সেওয়াগকে টপকে গেলেন বিরাট কোহলি।

এই মুহূর্তে ভারতের মাটিতে চলছে ভারত বনাম সাউথ আফ্রিকা টেস্ট সিরিজ। কিন্তু এই সিরিজ এর আগেও ভারত চলতি বছরে আরও তিনটি সিরিজ খেলেছেন। তবে এই চলতি বছরে অনেকগুলি টেস্ট ম্যাচ খেলা সত্ত্বেও ভারত অধিনায়ক বিরাট কোহলির অধরা ছিল সেঞ্চুরি। আর দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে সেঞ্চুরি করলেন বিরাট কোহলি। তবে তিনি শুধু সেঞ্চুরি করেই সন্তুষ্ট থাকেন নি, তিনি তার সেঞ্চুরিকে ডবল সেঞ্চুরিতে পরিণত করলেন।

260974888774927c2e53c9fc43a3bc3de73c94a85

ডবল সেঞ্চুরির দিক দিয়ে বিচার করলে এতদিন পর্যন্ত ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে শচীন টেন্ডুলকার, বীরেন্দ্র সেওয়াগের সাথে একই সারিতে ছিলেন বর্তমান ভারত অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু আজ এই ডবল সেঞ্চুরির সাথে সাথে কেরিয়ারের সপ্তম ডবল সেঞ্চুরি করে শচীন, সেওয়াগকে পিছনে ফেলে দিলেন বিরাট কোহলি।

এই মুহূর্তে ডবল সেঞ্চুরির দিক দিয়ে বিচার করলে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে রয়েছেন বিরাট কোহলি। এই মুহূর্তে ডবল সেঞ্চুরির নিরিখে বিরাটের সামনে রয়েছে কিংবদন্তি ব্রায়ান লারা (9), কুমার সাঙ্গাকারা (11) এবং স্যার ডন ব্র্যাডম্যান (12)।

Udayan Biswas

সম্পর্কিত খবর