বাংলা হান্ট ডেস্ক: জীবনের ট্রেন একসঙ্গে ধরা হয়নি তাদের। কিন্তু বি টাউনে সমান্তরাল ভাবেই যেন চলছে কারিনা কাপুর ও শাহিদ কাপুরের জীবনরেখা। ব্রেকআপের পরও উড়তা পাঞ্জাবে একসঙ্গে কাজ করেছিলেন তারা। দেরিতে হলেও এবার প্রাক্তন প্রেমিকের ছবি নিয়ে অকপটে মন্তব্য করলেন কারিনা।
সম্প্রতি ফিল্মফেয়ারকে দেয়া এক সাক্ষাৎকারে উঠে আসে শাহিদ কাপুরের হিট ছবি ‘কবীর সিং’ এর প্রসঙ্গ। তখনই করিনা জানান, যে তিনি সিনেমাটি দেখেননি। “তবে তাতে কিছুই যায় আসে না। সিনেমাটি ৩০০ কোটির উপর ব্যবসা করেছে।” সিনেমার বিষয়বস্তু সম্পর্কে বলতে গিয়ে ছবিটিকে শাঁখের করাতের সঙ্গে তুলনা করেন বেবো। তিনি বলেন, “আমি ব্যক্তিগতভাবে এরকম একটি চরিত্র যে চরিত্রে কিয়ারা আডবাণী (প্রীতির) অভিনয় করেছেন, তাতে বিশ্বাস করি না। কিন্তু মানুষ এটাই পছন্দ করছেন হয়তো।” এরপরে অবশ্য সিনেমাটি ঘিরে ওঠা সমালোচনার ঝড় নিয়েও মুখ খোলেন করিনা। তিনি বলেন, “আমি খুশি যে মানুষ এটি নিয়ে সরব হয়েছেন। তবে যারা সিনেমাটি নিয়ে সরব হয়েছেন তাঁদের তুলনায় সিনেমাটি পছন্দ করা ব্যক্তিদের সংখ্যাই বেশি। আর এটাই দুঃখজনক।”
https://www.instagram.com/p/B3Z1d9yFBzO/?igshid=m2ig5v44ka87
কারিনা কাপুর মনে করেন, ‘মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই ছবি না দেখলে বক্স অফিসে এমন সাফল্য আসত না।’ একইসঙ্গে এই অভিনেত্রী আরও বলেন, ‘একদিকে যেমন প্রশংসা পেয়েছে এই ছবি, তেমনই অনেকেই এর বিরুদ্ধে মতামত প্রকাশ করেছেন। দুঃখের বিষয় হল, তাদের সেই স্বরকে ছাপিয়ে গিয়েছে উৎসাহী দর্শকের সংখ্যা।’
কবীর সিংয়ে একাধিক দৃশ্যে নারীদের উপর আক্রমণ, জোর খাটানো ইত্যাদি দেখানো হয়েছে। সেই বিষয় নিয়ে শুরু থেকেই বারবার সরব হয়েছেন সমালোচকরা। বিতর্কের আগুনে ঘি পড়ে যখন ছবির পরিচালরক সন্দীপ রেড্ডি ভাঙ্গার মন্তব্য। তিনি বলেন, প্রেমিকার গায়ে হাত তোলাটাই স্বাভাবিক ব্যাপার। তা না করলেই বরং সম্পর্ক ঠিক নেই বলে ধরে নেওয়া যেতে পারে। আর সন্দীপের এই মন্তব্য ঘিরেই সমালোচনার ঝড় ওঠে। অন্যদিকে বদমেজাজি প্রেমিকের প্রেমিকার উপর জোর খাটানোকেই ফ্যান্টাসাইজ করা হচ্ছে বলে দাবি করেন ফিল্ম বিশেষজ্ঞদের একাংশ।