বাংলা হান্ট ডেস্ক : কখনো বীরেন্দ্র শেবাগ তো কখনো সৌরভ গাঙ্গুলী। পাকিস্তানের বিরুদ্ধে এবার 22 গজের নয় বাইরে ক্ষোভ উগড়ে দিলেন ক্রিকেটের মহানায়ক রা। 370 ধারা 35 এ বাতিলের পর থেকেই যেন একটা চাপা উত্তেজনা চলছে কাশ্মীর সংলগ্ন এলাকা জুড়ে। আর তার মধ্যেই পাকিস্তানে বারবার করে ঈর্ষাকাতর মন্তব্য সংবাদ শিরোনামে চলে আসে।
ইমরান খান নিজেই নিজের দেশ সামলানোর ক্ষেত্রে সমস্যায় পড়েছেন। পাক সংবাদমাধ্যম ও ইমরান খানের বিষয় সমালোচনা করে চলেছেন। আমেরিকা যখন তাদের কাশ্মীর ইস্যুতে প্রায় নিজেদের মতামতকে চাপিয়ে দিয়েছেন চিন ও তখন পাকিস্তানের উপর থেকে পরোক্ষভাবে অনেকটা হাত উঠিয়ে নিয়েছে,।
রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিতে গিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘যদি দুদেশের মধ্যে আবার যুদ্ধ শুরু হয়, তাহলে অনেক কিছুই ঘটতে পারে।'”
মূলত পরমাণু যুদ্ধের ইঙ্গিত ছিল তাঁর বক্তব্যে। ওই ভিডিও পোস্ট এর পর থেকে ইমরান খানের চরম সমালোচনা শুরু হয় সৌরভ ইমরান খানের বক্তব্যকে “আবর্জনা” বলে মন্তব্য করেন।
পাকিস্তান সম্পর্কে এক সংবাদমাধ্যমের খবর শেয়ার করে কাইফ লেখেন, ‘হ্যাঁ, আপনার দেশের নিঃসন্দেহে সন্ত্রাসবাদের সঙ্গে ভালোই সম্পর্ক রয়েছে। সন্ত্রাসবাদীদের স্বর্গ! রাষ্ট্রপুঞ্জে আপনার বক্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এক মহান ক্রিকেটার থেকে আজ পাকিস্তানের সেনা ও সন্ত্রাসবাদীদের পুতুলে পরিণত হয়েছেন।’ এমনই ভাষায় পাক প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ করেন কাইফ।