বাংলা হান্ট ডেস্ক : পাকিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে বারবার সুর চড়িয়েছে ভারত, শুধু ভারত নয় বিশ্বের অন্যান্য শক্তিধর রাষ্ট্রগুলি ভারতের পাশে দাঁড়িয়ে পাকিস্তানের সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে মুখ খুলেছিল। তাই জঙ্গি দমনে আন্তর্জাতিক মহলে বারবার পাকিস্তান মুখ থুবড়ে পড়েছিল কিন্তু তাতেও সুরাহা হয়নি। পাকিস্তানকে সন্ত্রাসবাদের আঁতুড়ঘর তকমা দেওয়া হয়েছে এমনকি পাকিস্তানের জঙ্গিদের বিরুদ্ধে বারবার কটাক্ষও শোনানো হয়েছিল।
তবে এবার সেই জঙ্গি দমন এবং সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে তীব্র কটাক্ষ করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বার বার পাকিস্তানকে সন্ত্রাসবাদ প্রতিরোধের নির্দেশ দেওয়া হলেও পাকিস্তান তাতে কর্ণপাত করেনি তাই এ বার রাজনাথ সিংহ বললেন পাকিস্তান চাইলে ভারতে সেনা পাঠিয়ে সাহায্য করা হতে পারে।
হরিয়ানার কারনালের একটি নির্বাচনী জনসভায় গিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ জানিয়েছেন পাকিস্তান যদি সত্যি সত্যি সন্ত্রাস দমনে ইচ্ছুক হয়ে থাকে তাহলে ভারত সর্বতোভাবে সাহায্য করবে এমনকি ভারত পাকিস্তানকে সেনা দিয়েও সাহায্য করতে পারে, তবে সেনা দিয়ে আশ্বাস দেওয়ার পাশাপাশি পাকিস্তানকে সন্ত্রাস দমনে কড়া হুঁশিয়ারিও দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী, সন্ত্রাস দমনে পাকিস্তান যদি যথাযথ ব্যবস্থা না নেয় তা হলে ভারত তাদের জন্য বিপজ্জনক হতে পারে এমনটাই বার্তা দিয়েছেন তিনি।
ইমরান খানের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং 1947 ,1971 সালের প্রসঙ্গ টেনে দেশ বিভক্ত কথা তুলে ধরে ভবিষ্যতে এমন পদক্ষেপ গ্রহণ করলে তা হলে পাকিস্তান আবারও ভাঙবে বলে হুঁশিয়ারি দেন।