উচ্চ প্রাথমিক নিয়োগে বস্তা বস্তা অভিযোগ, সত্যি হলে কি ভয়ংকর পরিণতি!

 

বাংলা হান্ট ডেস্ক : কখনো প্রাথমিক তো কখনো উচ্চ প্রাথমিক নিয়ে বারবার সম্মুখীন হতে হয়েছে সমস্যার। কমিশনের চেয়ারম্যান পরিবর্তন হয়েছে কখনো বা অভিযোগ এরপর বন্যায় থেকে হুমকির কথা বলেছেদীর্ঘ মামলার জট আন্দোলন কাটিয়ে প্রকাশিত হয়েছে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের মেধা তালিকা৷ মেধা তালিকা প্রকাশ হওয়ার পর থেকেই শুরু হয়েছে নানান বিতর্ক৷ আর এই নিয়ে চাকরিপ্রার্থীদের বহু অংশের মধ্যে বেড়েছে উৎকণ্ঠা কমিশনে পাহাড়প্রমাণ জমেছে।

অভিযোগের দস্তাবেজ বাম ছাত্রনেতা ইন্দ্রজিৎ ঘোষের জানিয়েছেন, ‘‘টেট, একাডেমিকের নম্বর বেড়েছে অনেকের৷ প্রশ্ন কী করে বাড়ল? কেন বাড়ল? পাস করে, ভেরিফিকেশনের পরও কেন ইন্টারভিউয়ে বাদ গেলেন একাধিক সফল চাকরিপ্রার্থী? আদালত তো জানিয়েছিল, যাঁরা ইন্টারভিউ দিয়েছে সবার নাম রাখতে হবে৷ তবে কেন নেই? মাল্টিপিল র‍্যাঙ্ক কেন করা হল না? এর জন্য দায়ী কে? সংরক্ষণের নিয়ম কেন মানা হল না? কেন অনুপাত বজায় রাখা হল না? ইন্টারভিউয়ের নম্বর কেন মেনুপুলেট কেন করা হল? কমিশন বলেছিল, স্বচ্ছ মেরিট লিস্ট৷ আদালত বলেছিল, এই লিস্টে গোলমাল থাকলে তা অভিযোগ আকারে কমিশনকে জানাতে৷’’

1561489531 1

বাম ছাত্রনেতা ইন্দ্রজিৎ ঘোষের প্রশ্ন, ‘‘টেট, একাডেমিকের নম্বর বেড়েছে অনেকের৷ প্রশ্ন কী করে বাড়ল? কেন বাড়ল? পাস করে, ভেরিফিকেশনের পরও কেন ইন্টারভিউয়ে বাদ গেলেন একাধিক সফল চাকরিপ্রার্থী? আদালত তো জানিয়েছিল, যাঁরা ইন্টারভিউ দিয়েছে সবার নাম রাখতে হবে৷ তবে কেন নেই? মাল্টিপিল র‍্যাঙ্ক কেন করা হল না? এর জন্য দায়ী কে? সংরক্ষণের নিয়ম কেন মানা হল না? কেন অনুপাত বজায় রাখা হল না? ইন্টারভিউয়ের নম্বর কেন মেনুপুলেট কেন করা হল? কমিশন বলেছিল, স্বচ্ছ মেরিট লিস্ট৷ আদালত বলেছিল, এই লিস্টে গোলমাল থাকলে তা অভিযোগ আকারে কমিশনকে জানাতে৷’’

সম্পর্কিত খবর