মুম্বাই হামলার অপরাধীদের কারা পালাতে সাহায্য করেছিল, সেটা খুব তাড়াতাড়ি সামনে আসবেঃ প্রধানমন্ত্রী মোদী

বাংলা হান্ট ডেস্কঃ নরেন্দ্র মোদী বিধানসভা নির্বাচনের আগে মহারাষ্ট্রের ওকোলার র‍্যালিতে এনসিপি নেতা প্রফুল্লা প্যাটেল এর সাথে দাউদ ঘনিষ্ঠ ইকবাল মির্চির সাথে সুসম্পর্ক নিয়ে বিরোধী দল গুলোকে চরম আক্রমণ করেন। র‍্যালিতে উনি বলেন, একটা সময় ছিল যখন মহারাষ্ট্রে প্রায় দিনই বোমের আওয়াজ শোনা যেত। সেই সময় ওই হামলা গুলোর মাস্টার মাইন্ড আর হামলার সাথে জড়িত অপরাধীরা দেশ থেকে পালিয়ে গিয়ে শত্রুদেশে বসবাস শুরু করে দেয়। আজকের ভারত জানতে চায় এরকম কি করে হল? দেশের এত বড় অপরাধীরা ভেগে গেলে কি করে?

modi 1

NCP এর উপর হামলা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, যখন কোন এলাকা উন্নয়নের রাস্তায় চলে, শহুরেকরণ দ্রুত গতিতে চলে, তখন সেই এলায় বিল্ডার মাফিয়ার রোগে আক্রান্ত হয়। ২০১৪ এর আগে মহারাষ্ট্র আর মুম্বাইতেও এইরকম পরিস্থিতি ছিল। রিয়েল এস্টেট সেক্টরে বিল্ডার মাফিয়া আর আন্ডারওয়ার্ল্ডের সাথে কেমন সম্পর্ক, কেমন কেমন ভাবে কাজ হয়েছে, সেটার দাগ আজ পর্যন্ত কংগ্রেস আর NCP এর নেতাদের উপরে লেগা আছে।

96439955420199039964

প্রধানমন্ত্রী মোদী বলেন, মহারাষ্ট্রকে রক্তের রঙে রাঙিয়ে দেওয়া মানুষদের সাথে এই নেতারা চুক্তি করত। এরা জানত এদের পোল খুলে যাবে, এদের কুকীর্তি সামনে আসবে। এরজন্য এরা ভয়ে আছে, আর বিগত কিছুদিন ধরে এরা তদন্তকারী সংস্থা আর কেন্দ্র সরকারকে বদনাম শুরু করেছে, কিন্তু এবার সময় বদলে গেছে। প্রতিটি কুকীর্তির জবাব দেশ নেবে, মহারাষ্ট্রের জনতা নেবে।

ED দাউদ ইব্রাহিম আর তাঁর সহযোগীর সাথে জড়িত সম্পত্তি নিয়ে কড়া পদক্ষেপ নেওয়া শুরু করেছে। মুম্বাই পুলিশের সুত্র অনুযায়ী, অনেক কয়েকজন রাজনেতা, অনেক কয়েকটি ফার্ম আর ব্যাক্তিগত কোম্পানির লিঙ্ক পাওয়া গেছে দাউদের সম্পত্তির সাথে।

Koushik Dutta

সম্পর্কিত খবর