দুবাইতে স্কাইডাইভিং, পূজোর ছুটি কিভাবে কাটাচ্ছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা?

বাংলা হান্ট ডেস্ক: পুজোর পরেই ছুটি কাটাতে চলে গেলেন প্রেমিকা ঐন্দ্রিলা সেনকে নিয়ে। দুবাইতে জমিয়ে ছুটি কাটিয়েছেন অঙ্কুশ হাজরা। সেখানকার ছুটি কাটানোর নানান ছবি ও ভিডিয়ো পোস্টও করেছেন অঙ্কুশ। কখনও রোপ গ্লাইডিং, কখনও আবার দুবাইয়ের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ানোর নানান ছবি ও ভিডিয়ো পোস্ট করেছেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা দুজনেই। এবার স্কাইডাইভিংয়ের রোমহর্ষক ভিডিয়ো নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করলেন অঙ্কুশ। 

 

দুবাইয়ের বিমানে উঠে সেখান থেকে ঝাঁপ আকাশ থেকে, তারপর আকাশে ভাসমান অবস্থায় উড়তে থাকা। স্কাই ডাইভিংয়ের পাখির মতো আকাশে ভেসে বেড়ানোর আনন্দটাই যে অনাবিল। আর সেটাই উপভোগ করলেন অভিনেতা অঙ্কুশ হাজরা। অভিনেতার সঙ্গে দেখা গেল ট্রেনারকে। অঙ্কুশের মত যাঁরা এভাবেই অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাঁদেরও এই স্কাইডাইভিং ভিডিয়োটা মন কাড়বে বৈকি। আর যাঁরা কিছুটা ভীতু তাঁদের যে এধরনের ভিডিয়ো দেখে বুক দুরু দুরু অবস্থা হবে সেটাও বলাই বাহুল্য।

https://www.instagram.com/p/B3sXlB1BTXo/?utm_source=ig_web_copy_link

তবে শুধু অঙ্কশই নন, স্কাইডাইভিং করেছেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেনও। তিনিও তাঁর সোশ্যাল মিডিয়ায় স্কাইডাইডিংয়ের সেই রোমহর্ষক ভিডিয়ো পোস্ট করেছেন।

https://www.instagram.com/p/B3bwtHsBqXW/?utm_source=ig_web_copy_link

তবে ঐন্দ্রিলা হয়ত বা কিছুটা ঘাবড়েই গিয়েছিলেন, আর তাই হয়ত নেমে এসে অঙ্কুশকে জড়িয়ে ধরতে দেখা গেল অভিনেত্রীকে।

https://www.instagram.com/p/B3sYLXiF69m/?utm_source=ig_web_copy_link

70625389 2123632144608096 4926876409675350468 n

প্রসঙ্গত রাজা চন্দের পরিচালনায় অঙ্কুশ আপাতত ব্যস্ত তাঁর আগামী ছবি ‘ভয়’। আর ঐন্দ্রিলা ব্যস্ত তাঁর জনপ্রিয় ধারাবাহিক ‘ফাগুন বউ’ নিয়ে।

সম্পর্কিত খবর