নভেম্বরে কলকাতায় ফের একমঞ্চে মোদি মমতা ও হাসিনা, তাও আবার ভারত- বাংলাদেশ টেস্টে

 

বাংলা হান্ট ডেস্কঃ  22 শে নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্স এ এক মঞ্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 22 শে নভেম্বর কলকাতায় ভারত বাংলাদেশ টেস্ট ম্যাচ এমনটাই জানিয়েছেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি এও জানিয়েছেন কলকাতায় আশার কথা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেউ আমন্ত্রণ জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

IMG 20191022 WA0036 1

22 শে নভেম্বর ইডেনের ভারত-বাংলাদেশ টেস্ট ম্যাচ কে স্মরণীয় করতে ইতিমধ্যে মাঠে থাকার কথা বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার বিকেলেই বোর্ডের দায়িত্ব নিয়ে মুম্বাই যাচ্ছেন সৌরভ। তার আগে শেষ বৈঠক করে সাজিয়ে ফেললেন ভারত-বাংলাদেশ ম্যাচের নকশা। 23 অক্টোবর দায়ী বোর্ডের দায়িত্ব নেওয়ার পরে হয়তো সিএবি থেকে ইস্তফা দিতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

সম্পর্কিত খবর