জল্পনা তুঙ্গে! দেশের মাটিতে প্রথম দিনরাত্রী টেষ্ট ম্যাচের সাক্ষী হয়ে থাকতে চলেছে ইডেন গার্ডেন।

বিসিসিআই প্রেসিডেন্ট পদ বসেই দেশের মাটিতে দিনরাত্রী টেস্ট করা নিয়ে ব্যাপক উদ্যোগী হয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী আর দাদার এই উদ্যোগে যথেষ্ট সহমত জানিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে দেশের মাটিতে প্রথম দিন রাত্রি টেস্ট ম্যাচের সাক্ষী হয়ে থাকতে পারে ইডেন গার্ডেন এমনই জল্পনা তৈরি হয়েছে।

বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ার পর সৌরভ গাঙ্গুলীর ঘরের মাঠে প্রথম টেস্ট আসন্ন বাংলাদেশ সফরে ভারত বনাম বাংলাদেশের টেস্ট ম্যাচ। ইতিমধ্যেই এই ম্যাচ ঘিরে একগুচ্ছ পরিকল্পনা তৈরি করে ফেলেছেন সৌরভ গাঙ্গুলী। জানা গিয়েছে দিনরাত্রি এই টেষ্ট ম্যাচ উদ্বোধন করার জন্য মাঠে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

1181707357bddba0c4bd31f8570b3543aa2ed6efc

ইতিমধ্যেই দিনরাত্রি টেস্ট ম্যাচ করার ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়েছে বিসিসিআই। এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের ক্রিকেটার এবং টিম ম্যানেজমেন্ট এর সাথে এই বিষয়ে চূড়ান্ত কথাবার্তা বলার পরই ভারতকে জানাবে তাদের সিদ্ধান্ত। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ইডেন গার্ডেনই প্রথম দেশের মাটিতে দিনরাত্রি টেস্ট ম্যাচের সাক্ষী হয়ে থাকবে। সিএবি সংবর্ধনা অনুষ্ঠানে এই বিষয়ে কিছুটা আভাস দিয়ে রেখেছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী, সেইসাথে তিনি জানিয়েছেন দিনরাত্রী টেস্ট খেলার ব্যাপারে আগ্রহ রয়েছে ভারত অধিনায়ক বিরাট কোহলির।

Udayan Biswas

সম্পর্কিত খবর