মা হতে চলেছেন দীপিকা? জল্পনা উস্কে দিলেন পদ্মাবত অভিনেত্রী

বাংলা হান্ট ডেস্ক :দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের বিয়ে নিয়ে বলিউড দর্শকদের একটু আলাদা আগ্রহ ছিল৷ কবে বিয়ে হবে কবে বিয়ে হবে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে দীপিকা ও রণবীর কে, যদিও সকলের কৌতূহল মিটিয়ে গত বছরের নভেম্বর মাসে চার হাত এক হয়েছে৷ তবে এবার ভক্তদের নজর দীপিকা ও রণবীর কবে বাবা মা হতে চলেছেন? যদিও কয়েক দিন আগে প্রিয়াঙ্কা চোপড়ার ভুয়ো প্রেগন্যান্সির খবর ছড়িয়েছিল, এবার দীপিকা পাড়ুকোনের মা হওয়ার খবর ছড়িয়েছে সামাজিক মাধ্যমেই৷747503 ranveer singh deepika padukone

যদিও স্বয়ং পদ্মাবতী অভিনেত্রী নিজেই জল্পনা উস্কে দিয়েছেন৷ 3 নভেম্বর রবিবার সামাজিক মাধ্যমে দীপিকা একটি ঘুমন্ত শিশুর ছবি পোস্ট করে দিওয়ালি সেলিব্রেশন লিখেছেন, যদিও শিশুটি কে সে বিষয়ে তিনি কিছুই বলেননি তবে শিশুটিকে দেখে অনেকেই মনে করছেন এতে দীপিকার ছোটবেলার ছবি৷

https://www.instagram.com/p/B4ZSVr6AHoD/?utm_source=ig_web_copy_link

আর সেই ছবি নিয়ে ইতিমধ্যে জল্পনা শুরু হয়েছে৷ অনেকেই মনে করছেন এই ছবির মাধ্যমে দীপিকা বোঝাতে চাইছে সে মা হতে চলেছেন৷ অনেকেই তো সরাসরি দীপিকাকে এই প্রশ্ন করে দিয়েছেন, কেউ আবার দীপিকাকে আগাম শুভেচ্ছাও জানিয়েছেন৷ যদিও অভিনেত্রীর তরফে এখনও অবধি কোনও প্রত্যুত্তর পাওয়া যায়নি৷

উল্লেখ্য বিয়ের পর থেকে সিম্বা সহ বেশ কয়েকটি সিনেমায় দেখা গিয়েছে রণবীর সিংকে, অন্যদিকে কাজে ব্যস্ত দীপিকা পাড়ুকোনও৷ বিয়ের পর থেকে দুই জুটিকে একসঙ্গে দেখা যায় সমস্ত অনুষ্ঠানে৷ তাঁরা যে চুটিয়ে সংসার করছেন তা বলাই যায়৷

সম্পর্কিত খবর