বাংলা হান্ট ডেস্কঃ লোকসভায় একাধিক সিটে ভরাডুবির পর কুল বাঁচাতে এবার একের পর এক বেতন বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর। তবে তিনি আগেই পে-কমিশনের ঘোষণা করেছিলেন তিনি এ দিনেও মঞ্চে পে কমিশনের পুনঃ ঘোষণা করেন।
একদিকে যখন শিক্ষক নিয়োগ নিয়ে তোলপাড় রাজ্য আবার অন্যদিকে শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে উঠছে প্রশ্ন। তখনই কল্পতরু মমতা।এবারের ভোটে নিজেদের মাটি শক্ত করতে, সঙ্গে ভোট ব্যাংক বাড়াতে নেতাজি ইন্ডোরের অনুষ্ঠানে ইউজিসি হারে বেতনের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। জানালেন, “রাজ্যে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে সপ্তম বেতন কাঠামো কার্যকর হবে। ২০১৬ থেকে ২০ পযন্ত ৩শতাংশ করে ইনক্রিমেন্ট দেওয়া হবে।”
মঙ্গলবার, রাজ্যের সবকটি অধ্যাপক সংগঠনকে নেতাজি ইন্ডোরের সভায় ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও তিনি এ ধরনের অনেক সভা থেকে বিশেষ কিছু ঘোষণা করেছেন তখনই জল্পনা উঠেছিল, তাহলে কী তাঁদের জন্য বড় কোনও সুখবর অপেক্ষা করছে? শুধু অধ্যাপকরাই নন, গেস্ট লেকচারার, পার্টটাইম শিক্ষক অর্থাত্ স্টেট এইডেট শিক্ষকদের জন্যও সুখবর দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি জানান, “গেস্ট লেকচারার, পার্টটাইম শিক্ষকদের ৫ হাজার টাকা মাসমাইনে বাড়বে।”
মুখ্যমন্ত্রী জানান “আমাদের শিক্ষক সমাজ আমাদের গর্বের বিষয়। আপনাদের শিক্ষা প্রমাণ করে দিয়েছে। বাংলা থেকে এতো নোবেল পুরষ্কার আসে, সেটা আর কোন জায়গা থেকে আসে না। কাজের মধ্যে দিয়ে বিচার হোক। যারা আমাদের কাজ নিয়ে চিৎকার করছে তাদের বলছি। ৮ বছরে উচ্চ শিক্ষায় অনেক উন্নতি করা হয়েছে।’