ফের সমালোচনার মুখে অভিষেক, ‘বেকার’ বলে আক্রমণ করলেন এক ব্যক্তি

বাংলা হান্ট ডেস্ক: সোস্যাল সাইটে বেশ এক্টিভ থাকেন জুনিয়ার বচ্চন। সোস্যাল মিডিয়াতে বহু কিছু পোষ্ট ও করেন। কিন্তু প্রতি তারকার মতো তিনিও বিতর্কের সম্মুখীন হন। ফের সমালোচনার মুখে পড়লেন অমিতাভ পুত্র অভিষেক বচ্চন। এবার তাঁকে ‘বেকার’ বলে আক্রমণ করেন রোনক কিরিট উপাধ্যায় নামে এক ব্যক্তি। তবে ওই ব্যক্তির আক্রমণের মুখে পড়ে তার যোগ্য জবাবও দেন অভিষেক।

 

বিষয়টি খুলেই বলা যাক তাহলে। সম্প্রতি নিজের ট্যুইটার হ্যান্ডেলে একটি স্টেটাস শেয়ার করেন অভিষেক। জুনিয়র বচ্চনের ওই স্টেটাস দেখে তাঁকে আক্রমণ করতে হাজির হন এক ব্যক্তি। এরপর তিনিই অভিষেককে ‘বেকার’ বলে কটাক্ষ করেন। ওই ব্যক্তির আক্রমণের মুখে পড়ে তাঁকে পালটা জবাবও দেন অভিষেক। তিনি স্পষ্ট জানিয়ে দেন, তিনি যা করতে চান, সেটাই করেন। তিনি যে কাজ করতে ভালোবাসেন সেটাই করেন। বলিউড অভিনেতার ওই জবাব পেয়ে অবশ্য পালটা আর কোনও মন্তব্য করেননি রোনক কিরিট উপাধ্যায় নামে ওই ব্যক্তি।

https://twitter.com/juniorbachchan/status/1191160462705971202?s=19

 

https://twitter.com/juniorbachchan/status/1191169083372212226?s=19

 

তবে এবারই যে সোশ্যাল সাইটে প্রথম কটাক্ষ, আক্রমণের মুখে পড়লেন অভিষেক এমন নয়, এর আগেও বেশ কয়েকবার নেটিজেনদের আক্রমণের শিকার হয়েছেন অমিতাভ বচ্চন-পুত্র। এর আগে কখনও তাঁকে স্ত্রীর রোজগারে চলেন বলে কটাক্ষ করা হয়। আবার কখনও আপনি কী করেন বলে প্রশ্ন তোলেন নেটিজেনরা।

সম্পর্কিত খবর