সোস্যাল মিডিয়াতে ভাইরাল মিমির পোষ্যের জন্মদিনের ভিডিও

বাংলা হান্ট ডেস্ক: কেক কেটে পালন করলেন নিজের দুই প্রিয় পোষ্যের জন্মদিন। পোষ্যরা যে সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তীর কাছে কতটা প্রিয় একথা হয়ত অনেকেই জানেন। তাই ম্যাক্স ও চিকু র বার্থডে পালন করলেন কেক কেটে। নিজের ছেলের মতো ভালবাসেন তাদেরকে। 

 

সম্প্রতি, মিমির পোষ্য চিকু ৭ বছরে পা দিয়েছে। আর তাই কেক কেটে তার জন্মদিন সেলিব্রেট করেছেন সাংসদ অভিনেত্রী। সেই ছবি ও ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মিমি।

https://www.instagram.com/p/B42ZYhxgcGM/?utm_source=ig_web_copy_link

ভিডিয়োতে দেখা যাচ্ছে মিমি যখন সোফায় বসে নিজের হাতে চিকুর জন্য কেক কাটছেন, অপরদিকে চুপচাপ দাঁড়িয়ে দেখছে ম্যাক্স। একবার মিমি তাকেও জিজ্ঞাসা করে বসেন, তোমার কত বয়স হয়েছে? নিজের হাতে কেক কেটে চিকুকে খাইয়ে দিতেও দেখা যায় মিমিকে। চিকুর জন্য টেবিলে কেকের পাশে বেলুন দিয়ে সাজিয়েও ছিলেন মিমি। চিকুর জন্য কিনেছেন ছোট্ট একটা টুপিও। যা নিজের হাতে চিকুকে পরিয়ে দিতেও দেখা যায় অভিনেত্রীকে। কেক কাটা শেষে শুধু মিমিই নন, চিকুকে কেক খাইয়ে দেন মিমির দিদা। চিকুকে গাল টিপে আদর করতে দেখা যায় মিমি ও তাঁর বাড়ির অন্যান্য সদস্যরাও।

https://www.instagram.com/p/B4HMU7yACFi/?utm_source=ig_web_copy_link

এই প্রথম নয়, প্রায়ই পোষ্যদের সঙ্গে নিজের ছবি পোস্ট করতে দেখা যায় অভিনেত্রীকে। দীপাবলি উপলক্ষে চিকু ও ম্যাক্সের জন্য জামাও কিনেছিলেন মিমি।

https://www.instagram.com/p/B1oPF5PAK2e/?utm_source=ig_web_copy_link

তবে শুধু মিমিই নন, টলিপাড়ার এমন অনেক তারকাই রয়েছেন, যাঁদের কাছে পোষ্যরা ভীষণ প্রিয়। অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও তাঁর পোষ্য জিলাটোকে নিজের ছেলের মতোই ভালোবাসেন বলে দাবি করেন। এমনকি শুভশ্রী বাড়ি থাকলে জিলাটো প্রায় সবসময়ই শুভশ্রীর সঙ্গে সঙ্গে ঘোরে। পোষ্যদের সযত্নে লালন-পালন করার তালিকায় আরও অনেকেই রয়েছেন।

সম্পর্কিত খবর