বাংলা হান্ট ডেস্ক : আমাদের পৃথিবীতে যদি সব থেকে আপন কেউ হয় আর তিনি হলেন মা, যার কখনও কোনও দিনও বিকল্প হয় না। নিজের হাজার কষ্ট চেপে ধরে, হাজার দু হাজার পরিশ্রম করে সন্তানদের সুখী থাকার ব্যবস্থা করে দেন। অনেক সময় সন্তান জন্ম দিতে গিয়ে মায়ের মৃত্যু অবধি হয়। এ ছাড়াও সন্তানের আশা পূর্ণ করতে গিয়ে নিজের ছক স্বাদ জলাঞ্জলি দেন তিনি, তাঁর ঋণ কখনো শোধ করা যায় না।
সন্তান মানুষ করতে গিয়ে মায়ের ত্যাগ, পরিশ্রম সবটাই বিকল্পই হয়ে থাকে। মায়েরা নিজেদের সন্তানদের সুখী থাকার জন্য কী না করে থাকেন। তবে সন্তানরাও জেগে মায়ের সুখী থাকার জন্য কিছু করতে পারেন তাঁর এক উল্লেখযোগ্য নিদর্শন মিলল ফেসবুকে। বিধবা মায়ের একাকীত্ব ঘোচাতে তাই ফেসবুকে পাত্রের খোঁজ করলেন সন্তান।
মায়ের শেষ বয়সে ভাল থাকার সঙ্গী খুঁজে দিতেই এখন সংবাদমাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায় গৌরব অধিকারী অন্য নাম হয়ে উঠেছে। চন্দননগরে এক যুবক নাম গৌরব অধিকারী, কয়েক বছর আগে বাবা এক দুর্ঘটনায় মারা যান। তার পর থেকে তাঁর মা একাই থাকেন কারণ তিনি কর্মসূত্রে বাইরে থাকেন তাই মায়ের ভালো থাকার জন্য এমন একজন জীবনসঙ্গী চান যে মাকে ভাল রাখবে হাসি খুশি রাখবে।
কাজের চাপে মাকে সময় দেওয়া সম্ভব হয়ে ওঠে না তাঁর তাই তো বাকি সময় দেবে এবং মায়ের ইচ্ছে পুরণ করতে পারবে এমন সঙ্গীর খোঁজ চেয়ে ফেসবুকে পোস্ট করেছেন তিনি। ফেসবুকে এই পোস্ট দেখার পর গৌরবের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সকলেই, তাই অনেকেই বলছেন মা কখনও কখনও কন্যা হয়।
হ্যাঁ সত্যিই একেবারেই ঠিক, মা যেমন তাঁর সন্তানের সুখ দুঃখের সঙ্গী, সন্তানের সমস্ত দায়িত্বের অধিকারী ঠিক তেমনই একজন মায়ের দায়িত্ব থাকার কথা সন্তানের ওপর।