বাংলা হান্ট ডেস্ক : আবারও সরাসরি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন রাজ্যপাল, তবে এবার টুইটের মাধ্যমে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সৌজন্য বোধ নিয়ে প্রশ্ন তুলে টুইট করলেন রাজ্যপাল । টুইটে রাজ্যপাল লিখেছেন, আবার সবচেয়ে অদ্ভুত লাগল যখন আমি বিধানসভায় গেলাম মুখ্যমন্ত্রী উদাসীন রইলেন, আমি যখন বিআর আম্বেদকরের মূর্তিতে মালা দিতে যাচ্ছিলাম তখনও বিধানসভার নেতা হিসেবে এগিয়ে আসেননি মুখ্যমন্ত্রী, এটা আশা করিনি।
একই সঙ্গে তিনি আরও লিখেছেন যাঁরা সৌজন্যবোধ দেখাতে এগিয়ে আসেন তিনি সকলের সাথেই কথা বলেছেন, এমনকি তিনি সৌজন্যবোধ দেখাতে কখনও কম কসুর করেন না, পাশাপাশি মুখ্যমন্ত্রীর প্রতি তাঁর শ্রদ্ধা রয়েছে বলে জানান একই সঙ্গে মুখ্যমন্ত্রীর পুরোপুরি উদাসীন থাকার জন্য তিনি স্তম্ভিত হয়ে গিয়েছেন। জগদীপ ধনকরের করেন এই টুইটের পাল্টা উত্তর এসেছে রাজ্যের তিন মন্ত্রীর কাছ থেকে,রাজ্যপাল বড্ড বাড়াবাড়ি করছেন বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের এই তিন মন্ত্রী তোপ দেগেছেন রাজ্যপালকে।
উল্লেখ মঙ্গলবার সংবিধান দিবস উপলক্ষে বিধানসভা এবং সংসদে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সংবিধান দিবসের 70 বছর পূর্তি উপলক্ষে বিধানসভায় উপস্থিত হয়েছিলেন রাজ্যপাল। কিন্তু বিধানসভায় রাজ্যপালকে দেখেও যেন না দেখার ভান করলেন মুখ্যমন্ত্রী আর সেই রাগ সামলাতে না পেরে কার্যত বিধানসভায় বক্তব্য রাখতে উঠেই মুখ্যমন্ত্রীকে একের পর এক মন্তব্য দিয়ে বিঁধেছেন রাজ্যপাল। তার পরেই টুইটে ক্ষোভ প্রকাশ করেছেন।
তবে টুইটের পরিপ্রেক্ষিতে বিধানসভায় দাঁড়িয়ে পরোক্ষভাবে রাজ্যপালকে বিঁধলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, নাম না করে রাজ্যপালকে লাট সাহেবের সঙ্গে তুলনা করলেন তিনি। এমনকি পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম একজন রাজ্যপাল কোনও রাজনৈতিক দলের হয়ে প্রতিনিধিত্ব করতে পারেন না বলে মন্তব্য করেন। অন্যদিকে রাজ্যপালকে কটাক্ষ করে পদ কলঙ্কিত করা যায় না এমনটাও বলেন আইনমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
উল্লেখ্য মঙ্গলবার সংবিধান দিবস উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল জগদীপ ধর কর পশ্চিমবঙ্গে তাঁকে চ্যালেঞ্জের মুখে কাজ করতে হচ্ছে বলে জানান, যদিও এখানেই থেমে থাকেননি রাজ্য সরকারের সাংবিধানিক অধিকারের সঙ্গে সমঝোতা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।