গণধর্ষণকাণ্ডে কড়া সাজার জন্য বিল আনতে চলেছেন বিজেপি : দিলীপ ঘোষ

পশ্চিম মেদিনীপুর :- অন্য রাজ্যে গণধর্ষণের ঘটনা ঘটলে কড়া সাজা হয় দোষীর কিন্তু এ রাজ্যে কড়া ব্যবস্থা না নেওয়ায় এ ধরনের ঘটনা বারবার ঘটছে, কালীঘাট গণধর্ষণকাণ্ডে রাজ্যের ভূমিকার কড়া সমালোচনা করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুর লোকসভা সাংসদ দিলীপ ঘোষ। একইসাথে গণধর্ষণের মতো ঘটনা আটকাতে সংসদে ব্যক্তিগত উদ্যোগে বিল নিয়ে আসার কথাও বললেন তিনি॥WhatsApp Image 2019 12 01 at 03.35.50 1

হায়দরাবাদের তরুণী পশু চিকিৎসকের গণধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল দেশ। কাশ্মীর থেকে কন্যাকুমারী, প্রতিবাদ আন্দোলনের ঢেউ দেখা গিয়েছে। পুলিশের ভূমিকা নিয়েও বাড়ছে জনরোষ। হায়দরাবাদে তরুণী পশুচিকিৎসককে গণধর্ষণের পরে খুন করে পুড়িয়ে দেওয়ার ঘটনা নাড়িয়ে দিয়েছে দেশকে।

মেয়েদের নিরাপত্তা ফের উঠেছে একগুচ্ছ প্রশ্ন। হায়দরাবাদের আগেই উত্তরপ্রদেশের সম্বল জেলায় এক নাবালিকাকে ধর্ষণ করে জ্যান্ত পুড়িয়ে দেয় তারই এক প্রতিবেশী। শনিবার দিনভর তেলঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে বিক্ষোভ দেখিয়েছে জনতা। তরুণী পশুচিকিৎসকের ধর্ষণ ও খুনের বিচার চেয়ে সোশ্যাল মিডিয়াতেও সরব হয়েছেন নেটিজেনরা।

সম্পর্কিত খবর