দু বছরের খুদের গলায় লতা মঙ্গেশকরের গান, তাজ্জব নেটদুনিয়া

বাংলাহান্ট ডেস্ক: বয়স মাত্র দুই। অন্য শিশুরা যেখানে এই বয়সে সবে মা-বাবার হাত ধরে এক পা এক পা করে হাঁটতে শেখে সেখানে এই খুদে অবলীলায় গাইছে লতা মঙ্গেশকরের গান। দু বছরের শিশুর গলায় লতাজির গাওয়া ‘লাগ যা গলে’ গান ইতিমধ্যেই ভাইরাল।

https://www.instagram.com/p/B0GuoA_nlJb/?utm_source=ig_web_copy_link

১ ডিসেম্বর সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসে এই ভিডিয়ো। তারপরেই তা ভাইরাল। দু বছরের পুঁচকের আধো আধো বুলিতে গাওয়া লতা মঙ্গেশকরের শুনে তাজ্জব হয়ে যায় নেটিজেনরা। ইতিমধ্যেই ২৯০৪টি লাইক পেয়ে গিয়েছে এই ভিডিয়ো। ইউটিউবেও ভিউয়ের সংখ্যা নেহাত কম নয়। সকলেই একবাক্যে স্বীকার করছে বড়দের গলায় লতাজির গান তো হামেশাই শোনা যায়। কিন্তু এমন মিষ্টি খুদের গাওয়া গান কী আর সবসময় মেলে?

Capture 2

বলা বাহুল্য বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌলতে প্রায় প্রতিদিনই নানা ভাইরাল ভিডিয়ো চোখে পড়ে আমাদের। কিছুদিন আগেই এমনই আরেক খুদের গানো হয়েছিল ভাইরাল। তাঁর মিষ্টি গলায় সঠিক সুরে গান গেয়ে হতভম্ব করে দিয়েছিল সবাইকে। শুধু তাই নয় একটি ফুড ডেলিভারি অ্যাপের ডেলিভারি বয়ের গলায় ‘গোরি তেরা গাঁও বড়া পেয়ারা’ গানটিও প্রচুর জনপ্রিয়তা লাভ করে। রাতারাতি ভাইরাল হয়ে যায় সেই ভিডিয়ো।

ভাইরাল ভিডিয়ো প্রসঙ্গে কথা উঠলে রানু মণ্ডলের কথা না বললেই নয়। রানাঘাটের রেলস্টেশনের ভবঘুরে জীবন থেকে বর্তমানে মুম্বইয়ের তারকাসম জীবনযাত্রা তো শুধুমাত্র একটি ভাইরাল ভিডিয়োরই অবদান। রানাঘাট স্টেশনে বসে লতা মঙ্গেশকরের গান গাইতেন রানু। একদিন তাঁর গলায় ‘এক পেয়ার কা নগমা হ্যায়’ গানটি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সেই শুরু। তারপরেই হিমেশ রেশমিয়া তাঁকে ডেকে নেন মুম্বই। তাঁর আগামী ছবি ‘হ্যাপি হার্ডি অ্যান্ড হীর’-এর জন্য প্লেব্যাকও করেন রানু মণ্ডল। এরপরে নানা রিয়েলিটি শোতেও ডাক পড়ে তাঁর।

Niranjana Nag

সম্পর্কিত খবর