চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর প্রায় 18 মাস পর ভারতীয় দলে ফিরেছিলেন ঋদ্ধিমান সাহা আর দলে ফিরেই উইকেটের পিছনে দাঁড়িয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তিনি। একের পর এক দুরন্ত ক্যাচ ধরে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে শুরু করে বাংলাদেশ সিরিজ পরপর পাঁচটি টেস্ট ম্যাচে উইকেট এর পিছনে দাঁড়িয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন ঋদ্ধি। দেশের মাটিতে প্রথম দিনরাত্রি টেস্টে তিনি ছিলেন ভারতের উইকেট রক্ষক সেই ম্যাচে দুরন্ত সব ক্যাচ ধরে সবাই কে তাকে লাগিয়ে দিয়েছিলেন এই বঙ্গ সন্তান। তার ফলে ক্যাচ ধরতে গিয়ে ফের আঙ্গুলে চোট পান তিনি, সম্প্রতি মুম্বাইয়ে তার আঙ্গুলে অস্ত্রপচার করা হয়।
আঙ্গুলে অস্ত্রোপচারের পর এই মুহূর্তে বিশ্রামে রয়েছেন ঋদ্ধিমান সাহা। আর বিশ্রাম নেওয়ার জন্য এখন তিনি চলে গিয়েছেন নিজের শহর শিলিগুড়ির বাড়িতে। সেখানে গিয়ে তিনি জানিয়েছেন সেখানে কিছুদিন বিশ্রাম নেওয়ার পরে তিনি ব্যাঙ্গালোরে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে রিহ্যাব শুরু করবেন। আর সেখানে এক বইমেলাতে গিয়ে ঋদ্ধি জানিয়েছেন যে নিজের শরীরের চোট নিয়ে তিনি ভাবেন না। ভারতীয় দলের সাফল্যই তার কাছে প্রাধান্য পায়।
এই ঋদ্ধি আরও বলেন তিনি বলেন যে এমন অনেক খেলোয়াড় আছেন যারা নিজেদের নিজেদের চোট বাঁচিয়ে খেলতে পারেন। হয়তো তারা এই ধরনের ঝুঁকিপূর্ণ ক্যাচ কখনোই নিতে যান না। কিন্তু আমি সেরকমটা করি না যতই ঝুঁকি থাকুক না কেন দলের প্রয়োজনে আমি নিজেকে উৎসর্গ করি। আর তাই হয়তো বারেবারে আমার এইরকম ধরনের চোট লাগে।