ওয়েস্ট ইন্ডিজের ঝোড়ো ব্যাটিং! নির্ধারিত ২০ ওভার শেষে ভারতের টার্গেট ২০৮ রান।

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ ছিল আজকে, হায়দ্রাবাদের ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল। এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। এর ফলে প্রথমে ব্যাটিং করে ওয়েস্ট ইন্ডিজ দল। ব্যাটিং করতে নেমে প্রথমেই ওপেনার সিমন্স কে হারিয়ে চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ চার বলে মাত্র 2 রান করে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। তারপর শুরু হয় ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং চার-ছক্কার বন্যা বয়ে যায়। ওপেনার লুইস ঝড়ো ইনিংস খেলেন। মাত্র 17 বলে 40 রান করে ওয়াসিংটন সুন্দরের বলে আউট হয়ে ফিরে যান তিনি।

pakistan training west indies press conference and 7c4ad4c4 d2be 11e9 ab55 f69b78c5f02d

তারপরে ক্রিজে আসেন তরুণ ব্যাটসম্যান কিং এবং হেটমায়ার। কিং, হেটমায়ার এবং অধিনায়ক পোলার্ড তিনজনেই ঝড়ো ইনিংস খেলে ভারতীয় বোলারদের না নাবিশ্বস্ত করে তোলে। এই তিন জনের ব্যাটিং এর উপর ভর করে নির্ধারিত কুড়ি ওভার শেষে 207 রান করে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং পরিসংখ্যান হল সিমন্স 2 (4), লুইস 40(17), কিং 31(23), হেটমায়ার 56(41), পোলার্ড 37(19), হোল্ডার 24(9), রামডিন 11(7)।
ভারতের হয়ে 4 ওভার বল করে 2 উইকেটের বিনিময়ে 36 রান দেন যুজবেন্দ্র চাহাল অন্যান্য আর কোন বোলার সেই ভাবে নজর কাড়তে পারেননি এই ম্যাচে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর