হায়দরাবাদ এনকাউন্টার: প্রতিক্রিয়া দিলেন তসলিমা নাসরিন

বাংলা হান্ট ডেস্ক : বরাবর তাঁকে চাঁচাছোলা ভাষায় কথা বলতে দেখা গিয়েছে, যেটা তাঁর ঠিক মনে হয়েছে তিনি তেমনটাই কথা বলেন যদিও তাঁকে বিতর্কের মধ্যে পড়তে হয় তবে এবার হায়দরাবাদের তরুণী গণধর্ষণ ও খুন কাণ্ডে অভিযুক্ত চার আসামিকে পুলিশের এনকাউন্টার নিয়ে মুখ খুললেন লেখিকা তসলিমা নাসরিন।

তাঁর মতে অপরাধীদের মেরে ফেলাটা খুবই সহজ কিন্তু তাতেই তাঁরা অপরাধী না হয়ে ওঠেন তার জন্য এমন ভাবে শিক্ষিত করতে হবে যেটা করা একেবারেই সহজ নয়, পাশাপাশি তিনি আরও বলেন আমরা সহজ পথকেই বেছে নিই। যদিও শুধুমাত্র তসলিমা নাসরিন নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপি সাংসদ ও মন্ত্রী মানেকা গাঁধী একই কথা বলেছেন।

tasleema nasreen 1459021752
TO GO WITH AFP STORY : ‘Bangladesh writer Nasreen plans return to India’ – Exiled Bangladeshi writer Taslima Nasreen poses with her book ‘From my jail (De ma prison)’ on May 19, 2008 in Paris. Nasreen said on May 19, 2008 she plans to return to her adoptive home India by August, just months after she was hounded out of the country by Islamic radical death threats. Nasreen fled to Sweden in March 2008 after five months in an Indian government safe house, where she said the stress from her isolated, prison-like conditions sent her blood pressure soaring and affected her heart and eyesight. AFP PHOTO STEPHANE DE SAKUTIN (Photo credit should read STEPHANE DE SAKUTIN/AFP/Getty Images)

বিজেপি সাংসদ ও মন্ত্রী মানেকা গাঁধী যাকে খুশি এভাবে মারতে পারা যায় না এবং আইন নিজের হাতে তুলে নিতে পারা যায় না বলে মন্তব্য করেন, একই সঙ্গে তিনি আরও বলেন অভিযুক্তদের তো আদালতে ফাঁসিই হতো। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে বলতে গিয়ে এটা আইন নয় যে আইনকে আমি নিজের হাতে তুলে নিলাম, আইন এটাই পুলিশ তার কাজ করবে আদালতে পেশ করবে বিচারক বিচারকের কাজ করবেন।

তবে যে যাই বলুক না কেন পুলিশদের দিকেই পাল্লা ভারী কারণ বিভিন্ন তারকা থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব সকলেই পুলিশকে অভিনন্দন জানাচ্ছেন এই কাজ করার জন্য। অনেকেই বলছেন পুলিশের এই ধরনের রাগ থাকাই উচিত তা হলে ধর্ষকদের মনে ভয় ঢুকবে। অন্যদিকে এই প্রসঙ্গে বলতে গিয়ে নির্ভয়ার মা আশা দেবী সমস্ত রাজ্যের পুলিশদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত বলে মন্তব্য করেছিলেন।

সম্পর্কিত খবর