তোলপাড় সোশ্যাল মিডিয়া, মিমির কোলে কে এই ছোট্ট শিশু?

বাংলাহান্ট ডেস্ক: তিনি এখন শুধুই অভিনেত্রী নন, যাদবপুরের সাংসদও। তাই একসঙ্গে দু দুটো দায়িত্ব পালন করতে হয় এখন তাঁকে। বুঝতেই পারছেন অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তীর কথা বলা হচ্ছে। দায়িত্ব বেড়ে যাওযায় আগের মতো এখন আর সোশ্যাল মিডিয়ায় মুখ গুঁজতে পারেন না তিনি। ব্যস্ততার ফাঁকে নিজের জন্য সময় দেওয়ায় এখন অনেক কমে গিয়েছে। তবে যখনই তিনি সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করেন একেবারে হতভম্ব করে দেন নেটিজেনদের। যেমন সম্প্রতি মিমির পোস্ট করা এই ছবিগুলো।

এক ছোট্ট শিশুর সঙ্গে ছবি তুলে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন মিমি চক্রবর্তী। স্বাভাবিক ভাবেই নেটিজেনদের প্রশ্ন কে এই ছোট্ট মানুষটি?  ইনি কি মিমির পরিবারের কোনও নতুন সদস্য?  খোলসা করলেন অভিনেত্রী নিজেই। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “চার মাসের অপেক্ষা শেষ। অবশেষে আমার। এখনও বিশ্বাস করতে পারছিনা দিভাই যে আমি মাসি হয়েছি আর তুমি মা”। হ্যাঁ মিমির পরিবারে এসেছে সুখবর। মাসি হয়েছেন তিনি। জলপাইগুড়িতে পরিবারের এই ছোট্ট সদস্যের সঙ্গে ছবি শেয়ার করেছেন মিমি।

https://www.instagram.com/p/B54-O5UAfE8/?utm_source=ig_web_copy_link

ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই তাতে লাইক, কমেন্টের বন্যা। নেটিজেনরা তো বুঝতেই পাচ্ছেন না কাকে বেশি মিষ্টি লাগছে, মিমিকে নাকি তাঁর ছোট্ট সঙ্গীকে। ইতিমধ্যেই ৬০ হাজারেরও বেশি লাইক পড়ে গিয়েছে ছবিতে।

Mimi Chakraborty

প্রসঙ্গত, এই মুহূর্তে কোনও ছবিতেই কাজ করছেন না   মিমি চক্রবর্তী। নিজের কেন্দ্রের বিভিন্ন এলাকার মানুষদের উন্নয়নের কাজেই আপাতত মনোনিবেশ করেছেন তিনি।

Niranjana Nag

সম্পর্কিত খবর